আনুষ্ঠানিক ভাবে এডিডিএ বা আড্ডা (আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ)-র চেয়ারম্যানের আসনে বসেছেন দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্ত। বুধবার নতুন দায়িত্বে বসার পরেই তিনি জমি দখলকারীদের বিরুদ্ধে কার্যত হুমকি দেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সরকারি জমি দখল কোনও ভাবে বরদাস্ত করা হবে না।’
দুর্গাপুরের নাগরিকদের মধ্যে এই ঘোষণায় খুশির সঞ্চার হয়েছে। ডিএসপির আধিকারিক এবং অম্বুজানগরীর বাসিন্দা গৌতম মণ্ডল বলেন, ‘সিটি সেন্টার এলাকায় একাধিক রাস্তার ধারে সার দিয়ে গজিয়ে উঠেছে খাবারের দোকান। রেসিডেন্সিয়াল এলাকায় একের পর এক খাবারের দোকান, বুটিক বা ক্যাফে চলছে। এখানে আসা ক্রেতারা রাস্তার উপরেই গাড়ি পার্কিং করেন। রাস্তা দিয়ে হাঁটা বা মোটরবাইকে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এখন নতুন চেয়ারম্যান যদি রাস্তার ধার থেকে দোকান সরাতে পারেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন।’
তবে কাজটি সহজ নয় তা মেনে নিচ্ছেন কবি দত্ত। এর আগেও প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযান চালিয়ে দোকান উচ্ছেদ করেছেন। কিন্তু দলের নেতা-কর্মীদেরই একাংশের চাপে উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। ফলে পুনরায় দখল হয়েছে সরকারি জমি। কবি দত্ত বলেন, ‘সরকারি জমি বিক্রির সময় ন্যূনতম মূল্য ধার্য করা হয় কাঠা প্রতি ৬০-৭০ লক্ষ টাকা। সেই জমি কেউ দখল করবে এটা হবে না। সেক্ষেত্রে শেষ কথা বলব আমি।’
আরও পড়ুন। বালিগঞ্জে নিহতকে শ্রদ্ধা জানাতে গিয়ে TMC কর্মীদের ‘গো ব্যাক’ শুনে ফিরলেন বাবুল
তিনি আরও জানান, আসানসোল ও দুর্গাপুর দুই শহরেরই উন্নয়ন করতে চান তিনি। ‘এখনই সব করে দেওয়া সম্ভব নয়। কখনও ধারণা ছিল না যে এডিডিএ-র চেয়ারম্যান পদে বসব। একটু বুঝে নিয়ে কাজ শুরু করতে চাই,’ বলেন কবি।
দুর্গাপুরে এডিডিএ-র দপ্তরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ এবং মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। এদিন দুর্গাপুরের পর এডিডিএ-র আসানসোল দপ্তরে আসেন কবি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম, মেয়র বিধান উপাধ্যায়, পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং আসানসোল বণিকসভার প্রতিনিধিরা।
নতুন চেয়ারম্যানের এই উদ্যোগ দুর্গাপুর ও আসানসোলের নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, কবি দত্ত তার পরিকল্পনা কার্যকর করতে কতটা সফল হন এবং সরকারি জমি দখলমুক্ত করতে তার উদ্যোগ কতটা কার্যকর হয়।