বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ashoknagar Incident: অশোকনগরে উদ্ধার নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ , উধাও সহপাঠী, তদন্তে পুলিশ

Ashoknagar Incident: অশোকনগরে উদ্ধার নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ , উধাও সহপাঠী, তদন্তে পুলিশ

মৃত ছাত্রের নাম উদ্ভব সরকার

এই পড়ুয়া এলাকায় ঘুরে বেড়াতেন আপন মনে। জেলার এই জায়গাটি চেনার চেষ্টা করতেন। বহু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতেন। আবার এখানের কয়েকটি দোকান থেকে খাবার কিনে খেতেন। সেই সূত্রে অনেকের সঙ্গেই পরিচয় হয় উদ্ভবের। সেখান থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

আজ, রবিবার রাজ্য সরকারি হাসপাতালের এক নার্সিং পড়ুয়ার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে অশোকনগরে। কারণ এই পড়ুয়ার দেহ ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে। তাও আবার খাটের তলায় পড়েছিল ওই ছাত্রের নলিকাটা মৃতদেহ। তবে তার সহপাঠী অন্য এক ছাত্র ঘর তালাবন্ধ করে পালিয়ে যায় বলে সূত্রের খবর। কেন এমন ঘটনা ঘটল?‌ নেপথ্যে কী রয়েছে?‌ তদন্তে নেমেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে অশোকনগরে?‌ হালপাতাল সূত্রে খবর, মৃত ছাত্রের নাম উদ্ভব সরকার (‌২৫)‌। এই পড়ুয়ার বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এখানে কিছুদিন আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের অধীনস্থ নার্সিং কলেজে ভর্তি হয়েছিলেন। হাসিখুশি এই ছেলেটি মেধাবীও বটে। পড়াশোনা করে রোজ এলাকায় একাই হেঁটে বেড়াতেন। সেখানে হঠাৎ এমন ঘটনা সবাইকে অবাক করেছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, আজ রবিবার অশোকনগরে ঘর থেকে তাঁর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘরের খাটের নীচে পড়েছিল পড়ুয়ার গলার নলি কাটা মৃতদেহ। তার সহপাঠী অন্য এক যুবক ঘর তালাবন্ধ করে পালিয়ে গিয়েছে। তার খোঁজেও তল্লাশি করা হচ্ছে। উদ্ভবের বাড়িতে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই পড়ুয়া এলাকায় ঘুরে বেড়াতেন আপন মনে। জেলার এই জায়গাটি চেনার চেষ্টা করতেন। বহু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতেন। আবার এখানের কয়েকটি দোকান থেকে খাবার কিনে খেতেন। সেই সূত্রে অনেকের সঙ্গেই পরিচয় হয় উদ্ভবের। সেখান থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে সহপাঠী কেন এমন করল?‌ তা সবাইকে ভাবিয়ে তুলেছে। যদি সে কিছু করে না থাকে তাহলে পুলিশে খবর দিল না কেন?‌ হাসপাতালকে জানাল না কেন? ‌এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে।

বন্ধ করুন