তৃণমূল নেতার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতে। সেই অনুষ্ঠানের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আনোয়ারুল হক নাচছেন স্বল্প বস্ত্র পরিহিত এক নর্তকীর সঙ্গে। এই চটুল নাচের ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ইডি-সিবিআইয়ের জোড়া ফলায় জ্বর্জরিত তৃণমূল। পার্থ, অনুব্রত যখন জেলে, তখন সুর চড়াচ্ছেন বিরোধীরা। এই আবহে এই ধরনের কাণ্ড প্রকাশ্যে আসায় স্বভাবতই আরও অবস্বস্তিতে রাজ্যের শাসকদল। (আরও পড়ুন: ‘আটকালে তৃণমূল বিধায়কের কাছা খুলে নেব’, হুঁশিয়ারি দিলীপের, পালটা খোঁচা অসিতের)
ভাইরাস ভিডিয়োতে দেখা যায়, মঞ্চে উঠে নর্তকীর সঙ্গে কোমর দোলানোর পাশাপাশি নগদ টাকা উড়িয়েছেন তৃণমূল নেতা। ঘটনার কথা স্বীকার করে নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ঘটনার কথা জেলা সভাপতিকে জানাবেন তিনি। স্বাধীনতা দিবসে এই ঘটনার নিন্দা জানান তিনি। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পাত্তা নেই বিতর্কের পর থেকে।
আরও পড়ুন: ফের শিরোনামে ডায়মন্ড সিটি, কোট টাকার পর এবার উদ্ধার তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ
এদিকে বিজেপির তরফেও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে। বিজেপির মালদা জেলা সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংস্কৃতি বাঁচাতে হবে। আর তাঁর দলের লোকেরা চটুল নাচের আসর বসাচ্ছে। এটাই তাঁদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতিতে জেরবার তৃণমূল নেতারা বুঝে উঠতে পারছে না অসাধু উপায়ে কামানোর টাকা কী ভাবে খরচ করবেন। তাই চটুল নাচের আসর বসিয়ে এভাবেই টাকা খরচ করছেন তাঁরা।’