বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাপের মুখে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠাল রাজ্য সরকার

চাপের মুখে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠাল রাজ্য সরকার

বৃহস্পতিবার আমতা থানার সামনে চলছে বিক্ষোভ।

আনিস হত্যাকাণ্ডে ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য বৃহস্পতিবার আদালতে পেশের সময় সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, শুক্রবার রাতে তাঁদের আনিস খানের বাড়িতে পাঠিয়েছিলেন ওসিই।

আনিস খানের মৃত্যুতে অভিযোগের আঙুল ওঠায় আমতা থানার ওসি সাব ইন্সপেক্টর দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠাল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ছুটিতে যেতে বলা হয়। তাঁর জায়গায় আমতা থানার ওসির দায়িত্ব সামলাবেন কিঙ্কর মণ্ডল। তিনি আগেও আমতা থানার ওসি ছিলেন।

আনিস হত্যাকাণ্ডে ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য বৃহস্পতিবার আদালতে পেশের সময় সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, শুক্রবার রাতে তাঁদের আনিস খানের বাড়িতে পাঠিয়েছিলেন ওসিই। তাঁর নির্দেশেই আনিসের বাড়ি গিয়েছিলেন তাঁরা। তবে আনিস খানের মৃত্যু কী করে হয়েছিল তা তাঁরা বলতে পারেননি।

ওদিকে এদিন ভবানী ভবনে দফায় দফায় আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে জেরা করেন সিটের আধিকারিকরা। সেখান থেকে বেরনোর পর বিকেলে তাঁকে ছুটিতে যেতে বলে প্রশাসন। তাঁর জায়গায় আমতা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া গ্রামীণ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের ওসি কিঙ্কর বিশ্বাসকে।

আমতা থানার ওসির অপসারণ চেয়ে বৃহস্পতিবার থানার সামনে বিক্ষোভ দেখান আনিসের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। তাঁদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নীচু তলার পুলিশকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ।

 

বন্ধ করুন