কাটমানি নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার ওসি সন্দীপ সেনকে শো কজ করলেন পুলিশ সুপার। কেন তিনি প্রকাশ্যে এই কথা বলেছেন তা জানাতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার কে শবরী রাজকুমার।
সম্প্রতি কালীপুজোর এক অনুষ্ঠানে সন্দীপবাবুকে বলতে শোনা যায়, ‘১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা। তাহলে হাতে থাকল ৬০ শতাংশ। ব্লক অফিসে দেবে ৪ শতাংশ। আগের ওসিদের দিতে হত ৫ শতাংশ। আর হ্যাঁ খ্যাকশিয়াল আর তার বাচ্চাদের দেবে ৫ শতাংশ। সব মিলিয়ে ৭৫ শতাংশ ধরলাম। ২৫ শতাংশ টাকায় এলাকায় ঘণ্টা উন্নয়ন হবে। তুমি খাও বা না খাও, যেটা করেছো সেটা প্রকৃত ভাবে করো। আমাদের সরকার প্রকৃত উন্নয়ন চায়।’
এর পরই শাসকদল তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, নিজেকে বিডিও ভাবছেন ওসি। তাঁর বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উনি বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করছেন।
এদিন শো কজের চিঠির জবাব পাঠিয়েছেন সন্দীপবাবু। সূত্রের খবর চিঠিতে তিনি লিখেছেন, কয়েকদিন আগে এলাকার একটি ভাঙা রাস্তা নিয়ে তাঁকে স্মারকলিপি জমা দেন সহড়া এলাকার বাসিন্দারা। সেই এলাকাতেই কালীপুজোর উদ্বোধনে এসে উন্নয়নের কাজ বুঝে নিতে পরামর্শ দেন তিনি। গ্রামবাসীদের দেওয়া সেই স্মারকলিপিক কপিও পুলিশ সুপারকে পাঠিয়েছেন তিনি।
এই নিয়ে রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এরাজ্যে যারা দুর্নীতি করবে তাদের সরকার রক্ষা করবে আর যারা দুর্নীতির প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। তার মানে এই সরকারটাই ভেসে রয়েছে দুর্নীতির ওপর। যে কোনও দিন ডুবে যাবে। যে লোকটা মুখ খুলে বললেন যে দুর্নীতি হয়েছে তাঁর প্রশংসা করার বদলে তাঁকে শো-কজ করা হয় তাহলে বুঝতে হবে SP-ও দুর্নীতির সঙ্গে যুক্ত।’