বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মৃত্যুর সময় অভিব্যক্তি ছবি-ভিডিয়ো বিক্রির জন্য ৪ জনকে খুন কালিয়াচকের আসিফের?

মৃত্যুর সময় অভিব্যক্তি ছবি-ভিডিয়ো বিক্রির জন্য ৪ জনকে খুন কালিয়াচকের আসিফের?

কালিয়াচক খুনে ধৃত আসিফ মহম্মদ। 

সেই সিসিটিভির ফুটেজ থেকেই তদন্তকারীরা অনুমান করছেন, মৃত্যুর সময় মানুষের অভিব্যক্তি কীরকম হয়, তাঁর ছবি ও ভিডিয়ো চড়া দামে বিক্রি করার ছক কষেছিল আসিফ।

‌মৃত্যুর সময়ে কোনও ব্যক্তির অভিব্যক্তির ছবি চড়া বিক্রি করার ছক কষেছিল কালিয়াচক কাণ্ডে ধৃত আসিফ। তদন্তে নেমে এমনটাই অনুমান করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও ছবি পুলিশের হাতে আসেনি।

কালিয়াচকের আট মাইলের বাসিন্দা ১৯ বছরের আসিফ মা, বাবা, বোন, দিদাকে খুন করে কবর দিয়ে দেয়। কিন্তু দাদা কোনওক্রমে প্রাণে বেঁচে যায়। আসিফকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশি জেরায় আসিফ স্বীকার করেছে, ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রত্যেককে অচৈতন্য করে ফেলে আসিফ। এরপর তাঁদের মুখে সেলোটেপ লাগানো হয়। প্রত্যেকের হাত বেঁধে দেওয়া হয়। তারপর তাঁদের একে একে ৭০ ফুট উঁচু গুদামঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা চৌবাচ্চার মধ্যে তাঁদের ডুবিয়ে দেওয়া হয়। জলে ডুবে প্রত্যেকের মৃত্যু হয়। কিন্তু ঠিক কী কারণে ঠান্ডা মাথায় প্রত্যেককে খুন করা হল, সেই প্রশ্নই এখন তদন্তকারীদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

প্রথমে মনে করা হচ্ছিল, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই হয়ত খুন করে থাকতে পারেন আসিফ। কিন্তু পরবর্তীকালে তদন্তে নেমে পুলিশ হাতে গুদামঘরে থাকা সিসিটিভির ফুটেজ আসে। সেই সিসিটিভির ফুটেজ থেকেই তদন্তকারীরা অনুমান করছেন, মৃত্যুর সময় মানুষের অভিব্যক্তি কীরকম হয়, তাঁর ছবি ও ভিডিযো চড়া দামে বিক্রি করার ছক কষেছিলেন আসিফ। সেই কারণে পরিকল্পনা করেই নিজের কাছের মানুষকে হত্যা করেছিলেন তিনি। তবে এই বিষয়ে পুলিশ পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। আসিফের ল্যাপটপটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সেটি পরীক্ষা নিরিক্ষার পরই এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হবে। উল্লেখ্য, আসিফের ঘর থেকে প্রচুর বৈদ্যুতিন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ল্যাপটপও পাওয়া গিয়েছে। আসিফ যে খুব ছোট থেকে টেকস্যাভি ছিল, তা তাঁর ব্যবহৃত সামগ্রী থেকেই স্পষ্ট। তবে কী কারণে সে এই নৃশংস হত্যালীলা চালালো, সে খুঁজে বের করাই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.