বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ৩০ ঘন্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর আধিকারিকরা, আটকে রাখার দাবি নাকচ ছাত্রদের

৩০ ঘন্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর আধিকারিকরা, আটকে রাখার দাবি নাকচ ছাত্রদের

ঘেরাও মুক্ত করা হচ্ছে বিশ্বভারতীর আধিকারিকদের । নিজস্ব ছবি। 

ঘেরাও মুক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, ‘ওরা আমাদের নিঃশর্তভাবে ছেড়ে দিয়েছে।

অবশেষে ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক সহ প্রায় ২৫ জন বিভাগীয় প্রধান ও আধিকারিকরা। প্রায় ৩০ ঘন্টা ঘেরাও থাকার পর আন্দোলনকারী ছাত্ররা তাদের ঘেরাও মুক্ত করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিককে ঘেরাও করা হয়নি বলেই দাবি করেছেন পড়ুয়ারা। তবে আধিকারিকদের টানা ৩০ ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়েছিল বলেই দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘেরাও মুক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক বলেন, ‘ওরা আমাদের নিঃশর্তভাবে ছেড়ে দিয়েছে। সোমবার বিকেল চারটে থেকে আমরা আটকে ছিলাম। মঙ্গলবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে পড়ুয়াদের দাবি-দাওয়া নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে।’ বিশ্বভারতীতে তিন দফা দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে পড়ুয়াদের। এর আগেও রেজিস্ট্রার আশিশ আগরওয়ালকে ঘেরাও করে রেখেছিল পড়ুয়ারা। ৭২ ঘন্টা পর হাইকোর্টের নির্দেশে পুলিশ গিয়ে তাঁকে ঘেরাও মুক্ত করেছিলেন। পড়ুয়াদের দাবি, অবিলম্বে হস্টেল খুলে দিতে হবে এবং অফলাইনে পরীক্ষা নিতে হবে। সেই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্বভারতীর পড়ুয়ারা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ঘেরাও প্রসঙ্গে পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয় তারা কাউকে আটকে রাখেনি। আন্দোলনরত এক পড়ুয়া জানান, ‘আমরা কাউকে ঘেরাও করে রাখিনি। আমরা কথা বলছিলাম অধ্যাপক, আধিকারিকদের সঙ্গে। দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে কথা বলেছি। তাই অনেক সময় অতিবাহিত হওয়ার পর তারা চলে গিয়েছেন। আমাদের সঙ্গে আলোচনার মধ্যেই অনেকে বাড়ি চলে গিয়েছেন।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মিথ্যুক বলে দাবি করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। ছাত্রদের কথায়, ‘উপাচার্য হলেন একজন স্বৈরাচারী উপাচার্য। তিনি শুধু মিথ্যে কথা বলতে জানেন।’ তবে দাবি-দাওয়া না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। অন্যদিকে, এই দাবিতে পরীক্ষা বয়কট করেছে পড়ুয়ারা।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.