ওএমআর শিট কেলেঙ্কারির তালিকা সামনে আসতেই নাম উঠে আসছে একাধিক ভুয়ো শিক্ষকের। যাঁদের সবাই শুধু শাসকদল ঘনিষ্ঠ নয়, কেউ কেউ আবার সিপিএম ঘনিষ্টও। যেমন উঠে এসেছে বাগদার শান্তনু বিশ্বাসের নাম যিনি সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে। শনিবার পর্যন্ত চাকরি করেছেন গাইঘাটার কলাসীমা বিবেকানন্দ বিদ্যাপীঠে নবম-দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষক হিসাবে।
প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন তথা চন্দন মণ্ডলের হাত ধরে যিনি চাকরি পেয়েছিলেন। শুধু শান্তনু নন তালিকায় আরও ৮ জন চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। ওএমআর শিট কেলেঙ্কারির তালিকায় ৯৪১ নম্বরে বাগদার মামাভাগিনা গ্রামের শান্তনু বিশ্বাসের নাম রয়েছে। যিনি ২০১৬ সালে চাকরি পেয়েছিলেন। ঠিক কত টাকা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন তা জানতে পারা যায়নি। তবে শান্তনু যে টাকার দিয়ে চাকরি পেয়েছিলেন তা স্বীকার করেছেন তাঁর মা। তাঁর কথায়, আমার ছেলে চাকরির জন্য টাকা দিয়েছিল। তবে করে কত টাকা দিয়েছিল আমি জানি না। তবে পরে সেই চাকরি সে ছেড়ে দেয়। যোগ্যতার ভিত্তিতেই সে স্কুলে আবার চাকরি পায়।'
প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা দুলাল বর বলেন, 'ওএমআর শিট দুর্নীতিতে বাগদায় যে দশ জনের চাকরি গিয়েছে তাদের এক জন হল প্রভাবশালী সিপিএম নেতা নিত্য বিশ্বাসের ছেলে শান্তনু বিশ্বাস।' তিনি আরও অভিযোগে করেন,'অনেক প্রভাবশালী বামপন্থী নেতা নিয়োগ দুর্নীতিতে মিডিল ম্যান হিসাবে থেকে টাকার লেনদেন করেছেন।' যদিও এ নিয়ে সিপিএমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে আগেও আমরা কড়া মনোভাব দেখিয়েছি। মন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করেছি। বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্বে কড়া ব্যবস্থা নেন কী?'