বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Maleria in Alipurduar: ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু আশাকর্মীর, রক্ত পরীক্ষায় তৎপর প্রশাসন

Maleria in Alipurduar: ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু আশাকর্মীর, রক্ত পরীক্ষায় তৎপর প্রশাসন

ম্যালেরিয়ায় আশাকর্মীর মৃত্যু। (প্রতীকী ছবি)

ওই আশাকর্মী গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে রক্ত পরীক্ষা করা হয়। কিন্তু সেই পরীক্ষার রিপোর্টে ম্যালেরিয়া ধরা পড়েনি। এরই মধ্যে জ্বর আরও বাড়ায় শুক্রবার তাঁকে পাঁচকোলগুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। 

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে অনেকেরই। তারইমধ্যে আতঙ্ক ধরাচ্ছে ম্যালেরিয়া। এবার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। মৃতের নাম জয়শ্রী রায়। পেশায় তিনি একজন আশাকর্মী। তিনি আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতের সুরিপাড়ার বাসিন্দা। এই ঘটনার পরেই এলাকায় মশাবাহিত রোগ মোকাবিলায় আরও তৎপর হয়েছে প্রশাসন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই আশাকর্মী গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে স্থানীয় উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে রক্ত পরীক্ষা করা হয়। কিন্তু সেই পরীক্ষার রিপোর্টে ম্যালেরিয়া ধরা পড়েনি। এরইমধ্যে জ্বর আরও বাড়ায় শুক্রবার তাঁকে পাঁচকোলগুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষার পরে ম্যালেরিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হয় সেখান থেকে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এরপরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিনই তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই শনিবার মৃত্যু হয় ওই আশাকর্মীর।

এই খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় প্রশাসন। সুরিপাড়া এলাকায় শনিবার ৪০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এর পাশাপাশি আলিপুরদুয়ার-১ ব্লকের বিএমওএইচ ভাস্কর সেন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, শনিবার ওই এলাকায় ৪০০ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। রবিবারও ওই এলাকা থেকে আরও অনেকের রক্ত পরীক্ষা করা হবে। ম্যালেরিয়ার পাশাপাশি ডেঙ্গি পরীক্ষা করা হবে বলেও তিনি জানান।

বন্ধ করুন