ফুটন্ত কড়াইয়ে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর। ঘটনা বীরভূমের মুরারইয়ের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ঘটনা মুরারইয়ের ধনঞ্জয়পুরের। নিহত শিশুর মা মানুয়ারা বেগম জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ির উঠোনে কাঠের উনুনে ঘুগনি রান্না করছিলেন তিনি। তখন উঠোনে খেলা করছিল দেড় বছরের ছেলে। সবে হাঁটতে শিখেছিল সে। রান্না শেষে কড়াই উনুন থেকে নামিয়ে ঘরে মশলা আনতে যান তিনি। তখনই ছেলে তারস্বরে কেঁদে ওঠে। পড়ি মরি করে ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন ঘুগনির কড়াইয়ে পড়ে গিয়েছে ছেলে।
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মুরারই হাসপাতালে ছোটেন তিনি। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে। সেখানেও অবস্থার অবনতি হলে শিশুটিকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানে মৃত্যু হয় শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শিশুটির মা বলেন, ছেলে সবে হাঁটতে শিখেছে। আমি রান্না করে কড়াইটা নামিয়ে পাশেই ঘরে গরম মশলা আনতে গেছিলাম। ফিরে এসে দেখি ছেলে হাঁটতে হাঁটতে কড়াইয়ের কাছে এসে কড়াইয়ে পড়ে গিয়েছে।
খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পিছনে কোনও রহস্য রয়েছে কি না তা জানতে পরিবারের সদস্যদের জেরা করছেন তদন্তকারীরা।