লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। চেক বাউন্স করার অভিযোগে দুর্গাপুর পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়কসহ বিভিন্ন নেতার নাম করে দোকান থেকে দামি বৈদ্যুতিন সরঞ্জাম কিনে দাম মেটাননি তিনি।
আরও পড়ুন - জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব
পড়তে থাকুন - ওসিকে পিটিয়ে গ্রেফতার আরেক ওসি, চাঞ্চল্য পুলিশমহলে
দুর্গাপুরের বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা মোটা টাকা পান মানসবাবু ও তাঁর ছেলে অভ্রনীলের কাছে। এর মধ্যে সব থেকে বড় প্রতারণার শিকার দুর্গাপুর মেইন গেট এলাকার বাসিন্দা আসিফ নামে এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে একটি গাড়ি কেনেন মানসবাবু। তার পর ওই ব্যক্তিকে একে একে ৬টি চেক দেন তিনি। ৬টি চেকই বাউন্স করে। থানার দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তি।
ওদিকে দুর্গাপুরের এক নামি ফোনের দোকানের মালিকের দাবি, তাঁর দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের একটি ফোন কেনেন মানসবাবুর ছেলে অভ্রনীল। বিধায়কের নাম করে বলেন, টাকা পরে মিটিয়ে দেবেন। কিন্তু সেই টাকা আজও পাননি তিনি।
আরও পড়ুন - স্কুলের মধ্যে ২ ছাত্রের মারামারি, সহপাঠীর ঘুসিতে মৃত্যু হল ১ জনের
তবে পুলিশের দাবি, এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। এটি একটি প্রতারণার ঘটনা। প্রশ্ন উঠছে শাসকদলের সঙ্গে যুক্ত না হলে কে ওই ব্যক্তিকে এত টাকা বাকিতে জিনিস দিত?
২০১৭ সালে দুর্গাপুর পুর নিগমে শেষবার ভোট হয়েছিল। তখন ৩২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন মানসবাবু। তার পর থেকে এই সব কাণ্ড ঘটিয়ে চলেছেন তিনি।