একটি বিশাল আকারের তেলিয়া ভোলা মিলল দিঘায়। মৎস্যজীবীর জালে সেই বিশাল আকারের তেলিয়া ভোলা ধরা পড়ল। আর এই একটি মাছ বিক্রি হল ১৩ লাখ টাকায়। যাতে রাতারাতি লাখপতি হয়ে গেলেন মাছ ব্যবসায়ী। রবিবার এই ছবি ধরা পড়েছে দিঘায়। এখানের মৎস্য নিলাম কেন্দ্রে সেই মাছ কিনতে ব্যাপক ভিড় দেখা যায়।
কী বলছে মৎস্যজীবীদের অ্যাসোসিয়েশন? এই ১৩ লাখ টাকায় মাছ বিক্রি নিয়ে ‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন’–এর অন্যতম কর্তা নবকুমার পয়ড়া বলেন, ‘পূর্ব ভারতের সব থেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা। এখানে একটি ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ নিয়ে ব্যাপক দর কষাকষি চলেছিল। বিপুল টাকায় কিনে নিয়েছেন এসএসটি নামের একটি সংস্থা।’
বিষয়টি ঠিক কী ঘটেছে? এই তেলিয়া ভোলা নিলামে বিক্রির জন্য আনেন দক্ষিণ ২৪ পরগনার নৈনানের মৎস্যজীবী শিবাজী কবীর। এই ৫৫ কেজির স্ত্রী মাছটির ডিমের জন্য পাঁচ কেজি ওজন বাদ যায়। তার পর মাছটি নিলাম হয়। প্রায় তিন ঘণ্টায় গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তখন ১৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
কিন্তু এত দাম কেন? মৎস্যজীবীদের সূত্রে খবর, তেলিয়া ভোলা মাছে পটকা জীবনদায়ী ওষুধের খোল তৈরির কাজে লাগে। এই মাছের ওজন যত বেশি ততই বাড়ে তার পটকার দাম। তাছাড়া এই মাছটি অত্যন্ত সুস্বাদু। এই মাছ দিয়ে নানা খাবার তৈরি করা যায়। এমনকী এই মাছ শরীরের জন্যও খুব উপকারী। তাই এই মাছের দামও বেশি।