পুকুরে স্নান করতে নেমে জলের তোড়ে ভেসে গেল দশম শ্রেণির ছাত্রী, উদ্ধার দেহ
1 মিনিটে পড়ুন .Updated: 03 Aug 2021, 10:26 PM ISTসেচ মন্ত্রী জানান, নদীর নাব্যতা কমে গিয়েছে। অথচ কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না।
সেচ মন্ত্রী জানান, নদীর নাব্যতা কমে গিয়েছে। অথচ কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না।
পুকুরে স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল এক কিশোরী। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরীর নাম রিমা রক্ষিত। রিমা দশম শ্রেণির ছাত্রী। আচমকা কিশোরীর মৃত্যুতে হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানতে পেরেছে, রিমা উদয়নারায়ণপুরের জোকার বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে তাঁদের বাড়ির সামনে থেকেই বন্যার জল তীব্র বেগে বয়ে যাচ্ছিল। কাছেই পুকুরে স্নান করতে গিয়েছিল সে। জলের স্রোত বেশি থাকার কারণে টাল সামলাতে পারেনি রিমা। সাঁতার না জানায় জলের তোড়ে ভেসে যায় সে। কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনাটি জানাজানি হয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে রিমাকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। রিমাকে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসকরা রিমাকে মৃত বলে ঘোষণা করেছে।
প্রতি বছরই বন্যার সময়ে হাওড়া আমতা, উদয়নারায়ণপুরের মতো জায়গা জলের তোড়ে ভেসে যায়। এবছরও একইভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কেন্দ্রকেই দায়ী করলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। অভিযোগের সুরেই সেচমন্ত্রী জানান, নদীর নাব্যতা কমে গিয়েছে। অথচ কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। দেড় লাখ কিউসেক জল ছাড়া হচ্ছে। কিন্তু জলধারণের কোনও ক্ষমতা নদীর নেই।