বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ECL labour death: ECL-এ কয়লা কাটার যন্ত্র মেরামত করতে গিয়ে দুর্ঘটনা! মৃত শ্রমিক

ECL labour death: ECL-এ কয়লা কাটার যন্ত্র মেরামত করতে গিয়ে দুর্ঘটনা! মৃত শ্রমিক

ইসিএলে শ্রমিকের মৃত্যু। (প্রতীকী ছবি)

কারখানার কয়লা কাটা যন্ত্রে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেই কারণে ওই যন্ত্র মেরামত করতে গিয়েছিলেন ওই শ্রমিক। তখন দুর্ঘটনাক্রমে যন্ত্রের নিচে চাপা পড়ে যান সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রমিকদের অভিযোগ, ওই যন্ত্র একা মেরামত করা যায় না।

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ইসিএলের খনিতে ঘটল দুর্ঘটনা। খনিতে কাজ করতে গিয়ে যন্ত্রের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুরেশ গোপ (৫৪)। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকরা। কাজ বন্ধ করে তাঁরা বিক্ষোভ দেখান।

সূত্রের খবর, কারখানার কয়লা কাটা যন্ত্রে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেই কারণে ওই যন্ত্র মেরামত করতে গিয়েছিলেন ওই শ্রমিক। তখন দুর্ঘটনাক্রমে যন্ত্রের নিচে চাপা পড়ে যান সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রমিকদের অভিযোগ, ওই যন্ত্র একা মেরামত করা যায় না। তাও সুরেশকে একাই যন্ত্র মেরামত করতে হয়েছিল। কেন তাঁকে একা পাঠানো হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। তাঁরা এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিকরা। তাঁরা মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনিও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, ‘কোনও মৃত্যুই বাঞ্ছনীয় নয়। এ নিয়ে রাজনীতি করে লাভ নেই। কেন মারা গেল সেটি তদন্ত করে দেখুন।’ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইনি ইসিএল কর্তৃপক্ষ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন