বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, নিয়ন্ত্রণে বিশাল পুলিশ

Murshidabad: দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, নিয়ন্ত্রণে বিশাল পুলিশ

বিক্ষোভকারীদের এইভাবে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব ছবি।

ঘটনার সূত্রপাত আজ বৃহস্পতিবার সকালে। ওই প্রৌঢ় সাইকেলে করে কুলির দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে বালি বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। এর ফলে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পুলিশ এবং তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়াল উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের গলা টিপে ধরার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হল মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার কুলি চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকা। মৃত ব্যক্তির নাম সানাই শেখ। তাঁর বাড়ি মহিশগ্ৰাম গ্ৰামে।

ঘটনার সূত্রপাত আজ বৃহস্পতিবার সকালে। ওই প্রৌঢ় সাইকেলে করে কুলির দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে বালি বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। এর ফলে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দারা হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে তাদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় আমজনতার। তাঁদের দাবি, রাস্তা খারাপের জন্যই দুর্ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে সরকারি পদক্ষেপ করার দাবি জানান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা ও কান্দি থানার পুলিশ বাহিনী ‌।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পুলিশ লরি আটকে তোলা তুলছে, সেই ভয়ে চালকরা দ্রুত গতিতে লরি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তাতে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, অবিলম্বে তোলাবাজি বন্ধ করতে হবে। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

বন্ধ করুন