বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Elephant attack: আলিপুরদুয়ারে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির, তছনছ ১১ টি বাড়ি

Elephant attack: আলিপুরদুয়ারে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির, তছনছ ১১ টি বাড়ি

হাতির হারায় মৃত্যু। নিজস্ব ছবি

গতকাল গভীর রাতে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি চিঞ্চুলা চা বাগানে প্রবেশ করে। এরপরে একের পর এক বাড়িতে ঢুকে হামলা চালায় ওই হাতি। রবিবার মধ্যরাত্রি থেকে ভোর অবধি এলাকায় দাপিয়ে বেড়ায় ওই বুনো হাতি। সেই সময় একটি বাড়িতে ছিলেন রঞ্জিত। 

দাঁতালের তাণ্ডবে ফের প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি করেছে আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগান এলাকায়। গতকাল গভীর রাতে জঙ্গল থেকে একটি বুনো হাতি ওই চা বাগান এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়। সেই সময় হাতির হামলায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম রঞ্জিত রাও। এছাড়াও, এলাকার আটটি বাড়ি বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি দলসিংপাড়া চা বাগান এলাকাতেও হামলা চালায় আরও একটি হাতি। সেখানে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি চিঞ্চুলা চা বাগানে প্রবেশ করে। এরপরে একের পর এক বাড়িতে ঢুকে হামলা চালায় ওই হাতি। রবিবার মধ্যরাত্রি থেকে ভোর অবধি এলাকায় দাপিয়ে বেড়ায় ওই বুনো হাতি। সেই সময় একটি বাড়িতে ছিলেন রঞ্জিত। তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই হাতির সামনে চলে আসেন। তখনই তাঁর ওপর হামলা চালায় হাতিটি। পরে এলাকার আরও ৮ বাড়িতে ঢুকে তছনছ করে দেয় ওই বুনো হাতি। বাড়ির দরজা, চালা ভাঙার পাশাপাশি চাল, গম খেয়ে নেয়। এদিকে, অন্যান্য স্থানীয়রা সেখানে পৌঁছে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় বন দফতরে। পরে রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে হাতির তাণ্ডবে এলাকার ৮ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বন দফতরকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।অন্যদিকে, এদিনই দলসিংপাড়া চা বাগান এলাকায় তাণ্ডব চালায় আরও একটি হাতি। এরফলে ওই এলাকায় ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি এলাকাতেই বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল বুনো হাতি লোকালয়ে চলে আসে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই ঝাড়গ্রামের নয়াগ্ৰাম ও সাঁকরাইলে দুটি পৃথক জায়গায় হামলা চালায় হাতির দল। এরফলে বাড়ির দেওয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয় এছাড়াও, আরও একজন আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ওই দুটি এলাকায় পৃথক দুটি হাতির দল হামলা চালায়। বনদফতরের দাবি, খাবারের খোঁজে ওই সমস্ত হাতির দল লোকালয়ে চলে এসেছিল।

বাংলার মুখ খবর

Latest News

ভারতের বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার বড় শত্রু ট্র্যাভিস হেড ‘‌তাঁরা যখনই বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় ডাক্তাররা রেল লাইন ছেড়ে চাষের জমিতে নামল ইঞ্জিন! 'রিল মন্ত্রী' বলে টিপ্পনী কংগ্রেসের 'সরকার গড়ার এক ঘণ্টার মধ্যেই মদে নিষেধাজ্ঞা তুলে দেব!' মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.