বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North 24 Parganas: হিঙ্গলগঞ্জে রাতভর বিস্ফোরণ, উড়ে গেল যুবকের হাত, মৃত ১, আতঙ্কে গ্রামবাসীরা

North 24 Parganas: হিঙ্গলগঞ্জে রাতভর বিস্ফোরণ, উড়ে গেল যুবকের হাত, মৃত ১, আতঙ্কে গ্রামবাসীরা

বিস্ফোরণের প্রতীকী ছবি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকায় একটি ঘরে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে কোনওভাবে একটি বোমা ফেটে যায়। তা থেকেই পরপর বোমা ফাটতে শুরু করে। যদিও এই বোমা বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রাতভর চলল বোমা বিস্ফোরণ। পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও, বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় এক যুবকের হাত উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গ্রামে। কীভাবে বিস্ফোরণ ঘটেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকায় একটি ঘরে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে কোনওভাবে একটি বোমা ফেটে যায়। তা থেকেই পরপর বোমা ফাটতে শুরু করে। যদিও এই বোমা বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, কিছুদিন আগে গ্রামের একটি পুকুর সংস্কার নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর বিবাদে জড়িয়েছিল। ফলে তার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে গোটা গ্রাম শুনশান রয়েছে। তদন্তে নেমেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এলাকায় আরও বোমা মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও সুজন গাজি নামে যে যুবকের হাত বোমায় উড়ে গিয়েছে সেই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের বক্তব্য, কাটা হাত নিয়েই আত্মগোপন করেছে ওই যুবক। বিস্ফোরণের সময় গ্রামবাসীরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে পড়েন। তবে বিস্ফোরণ বন্ধ হওয়ার পর কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন