বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad death: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, মীমাংসার সময় খুনের চেষ্টা, রণক্ষেত্র বড়ঞা, মৃত ১

Murshidabad death: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, মীমাংসার সময় খুনের চেষ্টা, রণক্ষেত্র বড়ঞা, মৃত ১

হাসপাতালে ভর্তি এক যুবক। নিজস্ব ছবি।

এলাকার বাসিন্দা মতু মিঞার পক্ষের লোক পিয়ার মিঞার পক্ষকে একটি জমি বিক্রি করেছিল। তবে দীর্ঘদিন ধরে সেই জমির রেজিস্ট্রি ঝুলে রয়েছে। তাতে আপত্তি জানাচ্ছে মতু মিঞার আত্মীয়রা। যার ফলে জমির রেজিস্ট্রিও হচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।

জমি জায়গা নিয়ে পুরনো বিবাদ। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ চরমে উঠল দুপক্ষের বিবাদ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদের বড়ঞা। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাডাও আহত ৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম পিয়ার মিঞা (৭২)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মতু মিঞার পক্ষের লোক পিয়ার মিঞার পক্ষকে একটি জমি বিক্রি করেছিল। তবে দীর্ঘদিন ধরে সেই জমির রেজিস্ট্রি ঝুলে রয়েছে। তাতে আপত্তি জানাচ্ছে মতু মিঞার আত্মীয়রা। যার ফলে জমির রেজিস্ট্রিও হচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বিবাদ মেটানোর জন্য এলাধিবার পুলিশের দ্বারস্ত হয়েছেন পিয়ার মিঞার আত্মীয়রা। কিন্তু, কাজ না হওয়ায়। গতকাল রাতে একটি ঘরের মধ্যে দুপক্ষের লোকেরা নিজেদের মধ্যে মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছিল। তখনই ঘটে বিপত্তি। অভিযোগ, মতু মিঞার দলবল পিয়ার মিঞাদের ঘরে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে তারা ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই শুরু হয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ। রাতভর বড়ঞা থানার মহিষগ্রামে তাদের সংঘর্ষ চলে। শাবলের আঘাতে পিয়ার মিঞার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বন্ধ করুন