জেইই মেইনে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেন হাওড়া শিবপুরের বাসিন্দা আশুতোষ আগারওয়াল। গত সোমবার রাতে মেইন পরীক্ষার ফল প্রকাশিত হয়। তা দেখে কার্যত আপ্লুত আশুতোষ আগরওয়াল এবং তার পরিবারের সদস্যরা। পরীক্ষায় তার স্কোর হল ৯৯.৯৯৩৭ পার্সেন্টাইল। তার কথায়, ‘ভালো ফল হবে আশা করেছিলাম তবে এত ভালো ফল হবে তা ভাবতেই পারিনি।’
শিবপুরের বেলিলিয়াস রোডের নারায়ণা স্কুলের ছাত্র আশুতোষের সাফল্যে খুশি স্কুলের শিক্ষকরাও। গতকাল তাকে স্কুলের তরফে সংবর্ধনা জানানো হয়। আশুতোষ জানিয়েছেন, ‘যতটা সম্ভব ভালো ফল করার চেষ্টা করেছিলাম। প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা পড়াশোনা করেছি। সেই ফাঁকে খেলাধুলাও করেছি। এর জন্য স্কুল থেকেও সাহায্য পেয়েছি।’ এখন তার স্বপ্ন অ্যাডভান্স ক্লিয়ার করে আইআইটিতে সিএসি করা। স্কুলের তরফে জানানো হয়েছে, এবছর জেইইতে ওই স্কুলের ১৬ জন পড়ুয়া ভালো ফল করেছে। মোট ১৭ জন কোয়ালিফাই করেছে। গোটা দেশে যে ১৪ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল পেয়েছে তার মধ্যে চারজন হল এই স্কুলের ছাত্র। ফলে এটা স্কুলের কাছে বড় পাওনা বলে জানিয়েছেন স্কুলের একাডেমি হেড প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়।
তাঁর সাফল্যে খুশি অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা। মঙ্গলবার তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় স্কুলে তরফে। ওই পরীক্ষায় ভালো ফল করেছে স্কুলের আরও ১৬ জন পড়ুয়া। আশুতোষ জানিয়েছেন, করোনার সময় তিনি অনলাইনেই কোচিং ক্লাস করেছেন। করোনার প্রকোপ থাকায় সেই সময় স্কুল ও কোচিং হয়েছিল অনলাইনে। ফলে অনেক আগেই সিলেবাস শেষ হয়ে গিয়েছিল এবং রিভিশনের জন্য বেশ কিছুটা সময় পেয়েছিল। তাঁর কথায়, ‘অনলাইনে পড়াশোনা আমাকে সাহায্য করেছিল।’