মালদায় খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকে। তার মধ্যে অন্যতম নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনিও তৃণমূল নেতা। কিন্তু কীভাবে নরেন্দ্রনাথ ওরফে নন্দুর কথা জানতে পারল পুলিশ?
আসলে খুনের পরেই পুলিশ সোর্স মারফৎ খবর নিতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় সিসি ক্যামেরার ফুটেজ দেখার কাজ। তার মধ্য়েই একের পর এক খবর আসতে শুরু করে পুলিশের কাছে। এসবের মধ্য়েই পুলিশের জালে ধরা পড়ে একের পর এক সুপারি কিলার। আর সেখান থেকেই বড় তথ্য় পায় পুলিশ। বড় চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশ কর্তাও গোটা বিষয়টি জানিয়েছেন। রাতভর জেরা করা হয় তাকে। সেই সঙ্গেই খুনের দিন তার কললিস্ট খতিয়ে দেখা হয়। আর সেটা দেখেই তো চোখ কপালে পুলিশের।
সূত্রের খবর, গত এক বছর ধরে দুলাল সরকারকে খুনের পরিকল্পনা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে ৫০ লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল। এরপর ভাড়াটে খুনিদের মাধ্যমে অপারেশন সফল করার ছক কষা হয়েছিল। পথের কাঁটা দূর করার ছক!
এদিকে ধৃত অপর অভিযুক্ত স্বপন শর্মার বিরুদ্ধে আগে থেকে নানা অভিযোগ। বর্তমানে ভোল বদলে ফেলার চেষ্টা করলেও মালদায় কান পাতলেই শোনা যায় স্বপনের অতীত বড় ভয়ঙ্কর। সূত্রের খবর, এই স্বপনও খুনের ঘটনার অন্যতম চক্রী। এমনটাই উঠে এসেছে পুলিশের তদন্তে।
গোটা অপারেশনে কত খরচ হবে, কোথা থেকে টাকা আসবে এসবের ভার নিয়েছিলেন নন্দু। আর স্বপনের উপর দায়িত্ব ছিল খুনির টিম ঠিক করার। সেই মতো পরিকল্পনা হতে থাকে। একসময় বাবলা সরকার ঘনিষ্ঠ ছিল এমন দুজনকেও টিমে নেওয়া হয়। এদিকে নন্দুর কললিস্ট ঘেঁটে পুলিশ জানতে পারে খুনের ঘটনার পরে এক সুপারি কিলার ফোন করেছিল নন্দুকে। কারণ যার কাছ থেকে টাকা নিয়েছে তাকে তো জানাতেই হবে অপারেশন সফল। আর সেই ফোনই কার্যত কাল হল নরেন্দ্রনাথ তিওয়ারির কাছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই জানা গিয়েছে।
সেই সঙ্গেই নরেন্দ্রনাথের বাড়ির কাছের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীদের একাংশের নন্দুর বাড়িতে যাতায়াত ছিল। তবে নরেন্দ্রনাথ অবশ্য় জানিয়েছেন বড় মাথা আছে এর পেছনে।
এদিকে মৃত দুলাল সরকারের স্ত্রী বলেন, দুলাল সরকারের কোনও হিংসা ছিল না। বিরোধীরাও জানতেন সকলের পাশে থাকতেন দুলাল সরকার। বিরোধীরাও তাঁর মৃত্যুতে চোখের জল ফেলেছে।
মালদার তৃণমূল নেতা খুনে উদ্ধার হল অস্ত্র। দুটি পিস্তল উদ্ধার ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। ওয়ান শটার ও নাইন এমএম বাজেয়াপ্ত। দুষ্কৃতীরা যে পোশাক, জুতো পরেছিলেন সেগুলিও উদ্ধার হয়েছে।