বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়লেন তৃণমূল নেতা। শনিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের ঘটনা। আগ্নেয়াস্ত্রসহ আবদুল রসিদ নামে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মালদার বৈষ্ণবনগরের শোভাপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
শনিবার সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনে ঘোরাফেরা করছিলেন আবদুর রসিদ। তখন জিআরপির আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। জানা গিয়েছে, দিন পনেরো আগে নিউ ফরাক্কা স্টেশনে তৌসিফ আলি নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছিল জিআরপি। তার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি ম্যাগজ়িন উদ্ধার হয়েছিল। জেরায় ধৃত জানায় বাংলাদেশে মোটা টাকায় ওই অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল তাদের। সঙ্গে সে স্বীকার করে এই চক্রের মূল পান্ডা তৃণমূল নেতা আবদুল রসিদ। শনিবার রাতে সেই আবদুল রসিদকে নিউ ফরাক্কা স্টেশনে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের কারবার করেন রসিদ। বিহারের আরা জেলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি করত সে। ধৃত স্বীকার করেছেন, আগে তিনি কংগ্রেস করতেন। পরে তৃণমূলে যোগদান করেছেন।
ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস ও বিজেপি। তাদের দাবি, রাজ্যের সব দুষ্কৃতী এখন তৃণমূলে। দুষ্কৃতীরা তৃণমূলকে তাদের অবৈধ কারবারের মঞ্চ হিসাবে বেছে নিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের খোলা ছাড় দিয়ে রেখেছে। নইলে এত জায়গায় অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েও অভিযুক্ত গ্রেফতার হল না? গ্রেফতার হল সেই জিআরপির হাতে?