সরকারি কাজে কাটমানি চাওয়ার অভিযোগ পশ্চিমবঙ্গে নতুন নয়। তবে সাধারণত সেই অভিযোগ উঠে থাকে তৃণমূলের বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল নওসাদ সিদ্দিকিদের দল ISFএর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকের নওদা - যদুপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ পঞ্চায়েত প্রধান আবু জাহেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
আরও পড়ুন - গ্রেফতারির পর হাসপাতালে বসেও রেশন দুর্নীতির টাকার বখরা নিয়েছেন জ্যোতিপ্রিয়: ED
পড়তে থাকুন - বারো বছরের পুরনো ঘটনায় নবদ্বীপে ইসকনের প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করল পুলিশ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অডিয়ো ক্লিপকে হাতিয়ার করে কংগ্রেসের দাবি, নওদা - যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু জাহেদ ফোনে এক ঠিকাদারের কাছে ২৫ শতাংশ কাটমানি চেয়েছেন। টাকা না দিলে পঞ্চায়েতের কাজের বরাত সেই ঠিকাদার পাবেন না বলে হুমকি দেওয়া হয়েছে ফোনে।
স্থানীয় কংগ্রেস নেতা আমিনুজ্জামান বলেন, ‘এতদিন ঠিকাদাররা ৭ শতাংশ কাটমানি দিতেন। এখন ISFএর খাই বেড়ে গেছে। ওরা ২৫ শতাংশ কাটমানি চাইছে। এর জেরে পঞ্চায়েতের কাজে প্রভাব পড়ছে। এলাকার উন্নয়ন থমকে যাচ্ছে। ইতিমধ্যে পঞ্চায়েতের তৈরি একটি ট্যাঙ্ক বসে গিয়েছে।’
এই অভিযোগে পঞ্চায়েত প্রধানের পদত্যাগ চেয়ে যদুপুর বাসস্ট্যান্ডের পাশে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কংগ্রেসের দাবি, তাদের সমর্থনেই প্রধান হয়েছিলেন জাহেদ। এখন তাদেরই কথা শুনছেন না তিনি।
অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রধান। অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, ‘ওই ঠিকাদার ঠিক মতো কাজ করছিলেন না। তাঁই তাঁকে বেশি কাটমানি দিতে হবে বলে হুমকি দিয়েছি। সেটা নিয়ে আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে।’
আরও পড়ুন - স্কুলের মিড - ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা
কংগ্রেসের বিক্ষোভকে কটাক্ষ করে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, ‘কংগ্রেসের সমর্থনেই তো ISFএর প্রধান হয়েছে ওখানে। ওরা আসলে সবাই তলায় তলায় আঁতাত করে রয়েছে। অডিয়ো ক্লিপটা ফাঁস হয়ে গিয়েছে বলে কংগ্রেস মুখ রক্ষায় বিক্ষোভ দেখিয়েছে। ওই ২৫ শতাংশের মধ্যে কংগ্রেসেরও ভাগ রয়েছে।’