নেশার টাকা জোগাড় করতে ৮ মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পানিহাটিতে। রবিবার এই নিয়ে শোরগোল শুরু হলে জানা যায় ২ লক্ষ টাকায় এক ব্যক্তিকে শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে মা - বাবা। ঘটনায় শিশুটির মা ও ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক শিশুর বাবা।
স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দম্পতি নিজেরাও মাদকাসক্ত। মাদক কারবারে যুক্ত থাকায় একাধিকবার গ্রেফতার হয়েছে তারা। দম্পতির একটি ৮ বছরের কন্য সন্তান রয়েছে। বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা।
স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি এলাকায় বরাবর উপদ্রবের কারণ। এর আগেও পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এমনকী মাদকের খোঁজে বাড়ি তল্লাশি হয়েছে বহুবার। এমনকী বিল না মেটানোয় বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গিয়েছিল বিদ্যুৎ দফতরের কর্মীরা। সম্প্রতি দম্পতির ৮ মাসের শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না স্থানীয়রা। এর মধ্যেই হঠাৎ বাড়িটিতে ফের বিদ্যুৎ সংযোগ চলে আসে। তার কয়েক দিনের মধ্যেই বেড়াতে চলে যান দম্পতি। এতে সন্দেহ আরও তীব্র হয়। রবিবার ছেলে কথা জিজ্ঞাসা করলে শিশুটির মা জানান, তাকে আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। কিন্তু জবাব হজম হয়নি তাঁদের। এর পর খড়দা থানায় বিষয়টি জানান তাঁরা।
পুলিশকর্মীরা এসে শিশুটির মা-কে জেরা করলে জানান, শিশুটি একজনকে দিয়ে দিয়েছেন তিনি। সেজন্য তাঁকে ২ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তি। আপাতত ৭০ হাজার টাকা হাতে পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে শিশুটির মা ও ঠাকুরদাকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। শিশুটির বাবার খোঁজ চলছে।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পরিবারটিকে যত রকম ভাবে সম্ভব সাহায্য করা হয়েছে। কিন্তু ওরা কাজ করে খাবে না। ওদের কাজের সুযোগ দিলেও করত না। ওদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে।