এবার পানিহাটির গঙ্গার ঘাট থেকে এক মহিলার দেহ উদ্ধার হল। এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ এভাবে মেলায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। যদিও এই অনুমান সঠিক কিনা সে বিষয়ে সিলমোহর দেয়নি পুলিশ। আজ, বুধবার উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করেছে। কে বা কারা এই মৃতদেহ ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এখন স্থানীয় বাসিন্দাদের থেকে তথ্য পেতে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে মঙ্গলবার রাতেই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ট্রলি ব্যাগের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এই ঘটনা নিয়ে ঘটনায় করণ সিং ও কৃষ্ণরাম সিং নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে পানিহাটির ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলাকে খুন করা হয়েছে অন্য জায়গায় আর ফেলা হয়েছে এখানে। তবে খুনের বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট আসা দরকার। তা দেখেই সবটা বলা যাবে।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল কলকাতা পুলিশ
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বেশি রাতে পানিহাটি এলাকার গঙ্গার পাড়ে কচুরিপানার মধ্যে মৃতদেহটি ভাসতে দেখা যায়। আর তা দেখেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। আর ওই জায়গায় উঁকিঝুকি মারতে থাকেন। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে এসে জল থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, ওই মহিলার বয়স খুব বেশি বলে ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে হবে। তবে ওই মহিলা স্থানীয় বাসিন্দা নন। সেটা বাসিন্দারা জানিয়েছেন। আর ওই মহিলার মুখ, ঘাড়–সহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকেই অনুমান করা হচ্ছে ধর্ষণ করা হয়েছে।
ওই মহিলাকে ধর্ষণ করে কি খুন করা হয়েছে? এই প্রশ্ন এখন সকলেই তুলছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ধর্ষণ করে খুন কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। খুনের পর নদীতে দেহ ভাসিয়ে দেওয়া হয় বলে অনুমান করা হচ্ছে। জলে ভেসে অন্য কোথাও থেকে মৃতদেহ এখানে চলে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মহিলার মৃতদেহে পচন ধরেনি। এমনকী জলে পড়ে খুব একটা ফুলেও যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই মহিলার পরিচয় জানতে কাছের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে।