বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পানিহাটি থেকে আসানসোল অভিযান চালাল এনআইএ, মাওবাদী যোগ থাকার অভিযোগ

পানিহাটি থেকে আসানসোল অভিযান চালাল এনআইএ, মাওবাদী যোগ থাকার অভিযোগ

তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।

‘অধিকার’ নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই দুই মহিলা। পরে ‘মজদুর অধিকার’ নামে একটি সংগঠন শুরু করেন। আর কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেন। আসানসোলের একাধিক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন সুদীপ্তা–শিপ্রা। এনআইএ হানা দেয় আসানসোলের ডিসেরগড়েও। একজনের নাম অভিজ্ঞান সরকার।

ছত্তিশগড়ের একটি মাওবাদী নাশকতা ও মাওবাদী সংগঠন নিয়ে তদন্ত করতে রাজ্যের ৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। আজ, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। এনআইএ’‌র সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলে। তল্লাশি চালানো হয়েছে আসানসোলের এক গবেষকের বাড়িতেও। সব জায়গাতেই মাওবাদী যোগ আছে বলে খবর রয়েছে এনআইএ’‌ কাছে। আর গোটা যোগের পিছনে দু’‌জন নারী আছে বলে তথ্য পেয়েছে এনআইএ। আসানসোল এবং পানিহাটিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।

এদিকে সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী দুই মহিলার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক এবং যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এনআইএ’‌র এই অভিযান। শিপ্রা ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে তথ্য হাতে এসেছে এনআইএ’‌র। তবে সুদীপ্তা একাই এই কাজ করছেন বলে সূত্রের খবর। কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ চলছিল। আসানসোলে ঘরভাড়া নিয়ে থাকতেন শিপ্রা বলেও খবর। শিপ্রার আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়।

আরও পড়ুন:‌ ‘‌দ্রুত সংস্কার করে নির্বাচন ডাকা হবে’‌, বাংলাদেশের ইউনুস সরকার জানাল পরের পদক্ষেপ

অন্যদিকে সোদপুরের পল্লিশ্রী এলাকায় মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী ও মানবেশ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। আসানসোলের দুটি জায়গায় তল্লাশি করছে এনআইএ। একজনের নাম অভিজ্ঞান সরকার। যিনি গবেষক হিসাবেই পরিচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী আগে সিঙ্গুর আন্দোলনেও যোগ দিয়েছিলেন বলে এনআইএ সূত্রে খবর। পরবর্তীকালে দেউচা পাঁচামি আন্দোলনের সময়েও তাঁকে দেখা গিয়েছিল বীরভূমে। বাড়ির ভিতর এনআইএ তদন্তকারীরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় তা টপকে বাড়ির ভিতর ঢোকে এনআইএ অফিসাররা।

এছাড়া ‘অধিকার’ নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই দুই মহিলা। পরে ‘মজদুর অধিকার’ নামে একটি সংগঠন শুরু করেন। আর কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেন। আসানসোলের একাধিক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন সুদীপ্তা–শিপ্রা। এনআইএ হানা দেয় আসানসোলের ডিসেরগড়েও। সুদীপ্তা পাল একাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ে থাকে। রাজ্যজুড়ে ১২ জায়গায় এনআইএ তল্লাশি করেছে। কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা–সহ নানা জায়গায় তল্লাশি চলছে।

বাংলার মুখ খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.