এবার বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের ঘটনায় উত্তপ্ত মালদার হবিবপুর। নাবালিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ করল অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুরের বুলবুলচণ্ডীর ইংলিশ মোহনপুর এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও মৃতের পরিজনরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী
পড়তে থাকুন - মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলেট!
মৃত ছাত্রীর বাবা চন্দন সাহা জানিয়েছেন, ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী। বৃহস্পতিবার বাড়িতে ছিল শুধু ভাই বোন। তখনই সেখানে পৌঁছয় অভিযুক্ত যুবক। ছাত্রীকে বাইরে বার করে ভাইকে ঘরের মধ্যে শিকল বন্ধ করে দেয়। এর পর বারান্দায় ছাত্রীকে খুন করে পালায় সে। সোজা হাজির হয় হবিবপুর থানায়। মৃতের বাবা বলেন, ফোনে জানতে পারি মেয়ের ওপর হামলা হয়েছে। ছুটে এসে দেখি বারান্দায় পড়ে রয়েছে ও। মনে হয় শ্বাসরোধ করে খুন করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় অভিযুক্ত জানিয়েছে, ছাত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। এর পর থেকে তাঁর বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের মামলা দায়েরের হুমকি দিচ্ছিল ছাত্রীটি। এতেই মানসিকভাবে বিপর্ষস্ত হয়ে পড়েছিল সে। সেই আক্রোশেই প্রাক্তন প্রেমিকাকে সে খুন করেছে বলে দাবি করেছে যুবক।
আরও পড়ুন - ‘বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে না’, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল
ওদিকে এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে মালদা - নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। শুক্রবার সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। বেশ কিছুক্ষণ পর অবরোধ তোলেন গ্রামবাসীরা।