বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Paresh Adhikary and Ankita Adhikary: ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, মেয়ের চাকরি 'দুর্নীতি' মামলায় জানালেন মন্ত্রী পরেশ

Paresh Adhikary and Ankita Adhikary: ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, মেয়ের চাকরি 'দুর্নীতি' মামলায় জানালেন মন্ত্রী পরেশ

পরেশ অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

Paresh Adhikary and Ankita Adhikary: অভিযোগ, পর্যাপ্ত নম্বর না পেলেও পরেশ অধিকারী প্রভাব খাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় মেয়ে অঙ্কিতার নাম ঢুকিয়ে দেন। শুধু তাই সটান ‘ফার্স্ট’ করে দেন মেয়েকে। যিনি বর্তমানে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবেন। এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। যে তৃণমূল কংগ্রেস নেতাকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় মঙ্গলবার রাত আটটার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী (বাম আমলে ছিলেন) এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, পর্যাপ্ত নম্বর না পেলেও প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতার নাম মেধাতালিকায় ঢুকিয়ে দেন পরেশ।

সেই মামলায় মঙ্গলবার রাত আটটার মধ্যে পরেশকে সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সেই সময়মতো হাজিরা দেননি পরেশ। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠার আগেই মন্ত্রী জানিয়ে দেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করবেন।

বন্ধ করুন