ভেঙে পড়ল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির একাংশ। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ভেঙে পড়ে তিনশো বছরের পুরনো রাজবাড়ির সিংহদুয়ারের ডান দিক। তবে হতাহতের খবর নেই।
রাজ পরিবারের এক সদস্য জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সশব্দে ভেঙে পড়ে সিহদুয়ারের ডান দিকের কোণের অংশ। তখন সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা ছুটে এসে দেখেন ভেঙে পড়েছে রাজবাড়ির একাংশ। গত কয়েকদিনের প্রবল বর্ষণে জীর্ণ ভবনটি দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
কয়েক বছর আগে মহিষাদল রাজবাড়িকে হেরিটেজ ভবন ঘোষণা করেছিল সরকার। তার পর ভবনটি সংস্কারের জন্য চারিদিকে লোহার ম্যারাপ বাঁধা হয়। স্থানীয়দের অভিযোগ, তার পর থেকে ওই ভাবেই পড়ে রয়েছে ভবন। কবে তার সংস্কার হবে জানা নেই। প্রশাসনে তদ্বির করেও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। একাধিক ছায়াছবির শ্যুটিং হয়েছে মহিষাদল রাজবাড়িতে। তার এমন পরিণতিতে বিমর্ষ স্থানীয়রা।