বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দোকানে আগুন লাগানোর অপবাদ দিয়ে নির্যাতন, জমির দলিল কেড়ে নিয়ে কোটি টাকার জরিমানা

দোকানে আগুন লাগানোর অপবাদ দিয়ে নির্যাতন, জমির দলিল কেড়ে নিয়ে কোটি টাকার জরিমানা

প্রতীকি ছবি

এর পর গ্রামে ফিরে বসে শালিসি সভা। তার আগে আড়ি পরিবারের সদস্যদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এমনকী তারকনাথবাবুর পুত্রবধূ ও তাঁর ৯ মাসের সন্তানকেও মারধর করে কাশীনাথ ও তাঁর সহযোগীরা।

গণৎকারের নিদানের ওপর ভিত্তি করে গ্রামে বসল সালিশি সভা। আর সেখানেই দোকানে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তির কাছে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করলেন মাতব্বররা। এমনকী টাকা আদায়ে কেড়ে নেওয়া হল পরিবারের জমির দলিল। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে ২ পক্ষই।

তারকেশ্বর আড়ি নামে ওই ব্যক্তির দাবি, গত ৩০ জুলাই রাতে দাসপুরের চাকিরহাটে কাশীনাথ চাকি নামে এক ব্যক্তির ডেকরেটার্সের দোকানে আগুন লাগে। ঘটনার পর থেকেই কাশীনাথ তারকনাথের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলতে থাকেন। এই নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ জানান কাশীনাথ। এর পর কাশীনাথ ও গ্রামের মাতব্বররা গত ৬ অগাস্ট তারকনাথবাবুকে পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় সুকুমার মাইতি নামে এক গুণিনের কাছে নিয়ে যান। গুণিন জানায় তারকনাথবাবু ও তাঁর ছেলে দোকানে আগুন দিয়েছে।

এর পর গ্রামে ফিরে বসে শালিসি সভা। তার আগে আড়ি পরিবারের সদস্যদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এমনকী তারকনাথবাবুর পুত্রবধূ ও তাঁর ৯ মাসের সন্তানকেও মারধর করে কাশীনাথ ও তাঁর সহযোগীরা।

অভিযোগ, এর পর গোটা পরিবারকে তুলে নিয়ে যায় কাশীনাথ। সেখানে গ্রামবাসীদের সামনে তারাই আগুন লাগিয়েছে বলে স্বীকার করতে বাধ্য করা হয় তারকনাথবাবু ও তাঁর ছেলেদের। এর পর তাদের কাছ থেকে জমির দলিল কেড়ে নেন কাশীনাথ। পরিবারটি ১ কোটি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিলে জমির দলিল ফেরত পাবে বলে জানানো হয়।

আক্রান্ত তারকনাথবাবুর অভিযোগ, দাসপুর থানা তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। এর পর ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন তারা। তবে তার পরও পুলিশ পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ওদিকে গত ৬ অগাস্ট থেকে ঘরছড়া আড়ি পরিবার।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুই তরফেই অভিযোগ জমা পড়েছে। আগুন কী ভাবে লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ। শালিসি সভা যারা ডেকেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

 

 

বন্ধ করুন