ভিড় ট্রেনে সহযাত্রীদের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে হাওড়া - কাটোয়া শাখায় অম্বিকা কালনা স্টেশনের কাছে। আহত সঞ্জিত মণ্ডলকে উদ্ধার করে কাটোয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
আহত যাত্রীর বন্ধুরা জানিয়েছেন, সঞ্জিত পেশায় মিষ্টি তৈরির কারিগর। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকার মৌসুরি গ্রামে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে একটি মিষ্টির দোকানে কাজ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ব্যান্ডেল হয়ে বাড়ি ফিরছিলেন এই যুবক। কিন্তু অম্বিকা কালনা স্টেশন ছাড়ার পরই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। দরজার সামনেই দাঁড়িয়ে ছিলেন সঞ্জিত। অন্য যাত্রীদের চাপাচাপিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় রেল লাইনের ধারেই কাতরাতে থাকেন যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সঞ্জিতকে কেন ট্রেন থেকে ধাক্কা দেওয়া হল তা জানতে তদন্ত শুরু করেছে GRP. এটি দুর্ঘটনা না ইচ্ছা করে ঘটানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।