বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda: স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা নিয়ে বচসা, রোগী পরিবারকে মারধরের অভিযোগ

Malda: স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা নিয়ে বচসা, রোগী পরিবারকে মারধরের অভিযোগ

স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যানের অভিযোগ। প্রতীকী ছবি

ভর্তি হওয়ার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার কথা মেনে নিয়েছিল। কিন্তু, রোগী ছেড়ে দেওয়ার সময় তারা স্বাস্থ্যসাথী নিতে অস্বীকার করে। এই নিয়ে রোগী পরিবারের সঙ্গে বচসা বাঁধে নার্সিংহোম কর্তৃপক্ষের। 

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে সতর্ক করেছেন। তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করছে বহু বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম। তবে শুধু কার্ড প্রত্যাখ্যানই নয়, তার প্রতিবাদ করায় রোগী পরিবারকে মারধর করার অভিযোগ উঠল একটি নার্সিংহোমের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠেছে মালদার ইংরেজ বাজার থানার একটি নার্সিংহোমের বিরুদ্ধে।

এই ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রোগী পরিবার। তবে রোগী পরিবারকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এ বিষয়ে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম আহাদ মোমিন। আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে ইংলিশ বাজারের ইডেন নার্সিংহোমে ভর্তি করেন।

রোগী পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার কথা মেনে নিয়েছিল। কিন্তু, রোগী ছেড়ে দেওয়ার সময় তারা স্বাস্থ্যসাথী নিতে অস্বীকার করে। এই নিয়ে রোগী পরিবারের সঙ্গে বচসা বাঁধে নার্সিংহোম কর্তৃপক্ষের। ঘটনায় রোগী পরিবার প্রতিবাদ জানালে নার্সিংহোমের লোকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁদের কাছ থেকে মোবাইল ফোন এমনকী নগদ টাকা ছিনিয়ে নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এবিষয়ে নার্সিংহোমের ম্যানেজার গোপাল নন্দী জানান, সাধারণ চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয় না ওই নার্সিংহোমে। কিন্তু কোনও মারধর করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

বন্ধ করুন