রাজ্যে ফের চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। সাপে কামড়ে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মারধর করা হল চিকিৎসককে। ভাঙচুর করা হল স্বাস্থ্যকেন্দ্র। এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে কর্মবিরতিতে নামলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে। পরে ইটাহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম মন্টু পাল। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সদইপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তাঁকে সাপে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে ইটাহার ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসা করা হলেও ওই রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার ভোরে ওই রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। তাঁরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের চেয়ার, টেবিল ভাঙচুর করেন। এছাড়াও, তারা চিকিৎসকের ওপর চড়াও হন বলে অভিযোগ। আক্রান্ত চিকিৎসকের নাম সফিকুল আলি। তাঁকে বেধকড় মারধর করা হয়েছে বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসা না করেই রেফার করা হয়েছিল মন্টুকে। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পালটা ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের নার্স, স্বাস্থ্য কর্মীরা। তাঁরা কর্মবিরতির ডাক দেন। ঘটনায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, এদিন কর্মবিরতির জেরে তীব্র ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যান। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কী কারণে রোগীর মৃত্যু হয়েছিল তা জানার জন্য তদন্ত করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup