বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Doctor Attacked by Patient Party: ময়নাতদন্ত ঠেকাতে চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের, রাত পাহারায় ডাক্তারি পড়ুয়ারা

Doctor Attacked by Patient Party: ময়নাতদন্ত ঠেকাতে চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের, রাত পাহারায় ডাক্তারি পড়ুয়ারা

জরুরি বিভাগের সামনে ডাক্তারি পড়ুয়াদের রাত পাহারা

কিছুতেই পোস্টমর্টেম করতে দেওয়া হবে না! আর তাই কর্তব্যরত চিকিৎসককে হুমকি, হুঁশিয়ারি দিয়ে মৃতদেহ কেড়ে নিয়ে গেলেন রোগীর পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালের ঘটনায় আবারও প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা।

আইন মেনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়াত রোগীর আত্মীয়দের হাতে চরম হেনস্থার শিকার হতে হল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে। সিনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে শেষমেশ জরুরি বিভাগের সামনে বসেই রাত জাগলেন ডাক্তারি পড়ুয়ারা! জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

যে রোগীকে নিয়ে ঘটনার সূত্রপাত তাঁর নাম লিপিকা দাস। দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ওই মহিলা মাসকলাইবাড়ির বাসিন্দা ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাঁকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এরপর সরকারি নিয়ম মেনেই লিপিকার দেহের ময়নাতদন্ত করা হবে বলে তাঁর আত্মীয়দের জানিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী সেনগুপ্ত। বেঁকে বসেন রোগীর আত্মীয় ও পরিজনেরা। তাঁরা সাফ জানিয়ে দেন, ময়নাতদন্ত করতে দেবেন না। আর এ নিয়েই শুরু হয় বচসা।

অভিযোগ, এই বচসা চলাকালীন জরুরি বিভাগের মধ্যেই সংশ্লিষ্ট চিকিৎসককে রীতিমতো হেনস্থা করা হয়। তাঁকে 'দেখে নেওয়া'র হুমকিও দেওয়া হয়। চিকিৎসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে 'দু'পয়সার ডাক্তার' বলে অপমান করতেও শোনা যায় রোগীর আত্মীয়দের। ভয় দেখানো হয় এক মহিলা চিকিৎসককেও।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় হাসপাতালে দু'জন পুলিশকর্মী থাকলেও তাঁরা ছিলেন সম্পূর্ণ নিষ্ক্রিয়। এমনকী, পরে যখন পুলিশ সক্রিয় হয়, তখনও ঝামেলা মেটানোর বদলে পুলিশকর্মীরা সমস্যা আরও বাড়িয়ে দেন বলে অভিযোগ কর্তব্যরত চিকিৎসকদের।

এদিকে, এই খবর চাউর হতেই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা ঘটনাস্থলে পৌঁছে যান। সিনিয়র চিকিৎসকদের যাতে কোনও অনিষ্ট না হয়, তা নিশ্চিত করতে পুলিশের উপর ভরসা না করে তাঁরা নিজেরাই জরুরি বিভাগের সামনে বসে রাত পাহারার সিদ্ধান্ত নেন।

এসবের মধ্যেই জোর করে লিপিকার দেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যান তাঁর বাড়ির সদস্যরা। পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই চিকিৎসক মহলে প্রশ্ন উঠছে। তবে, এত কিছুর পরও হাসপাতালে চিকিৎসা পরিষেবা সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

প্রসঙ্গত, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের পর থেকেই রাজ্যজুড়ে গণ-আন্দোলন শুরু হয়েছে। চিকিৎসকদের সুরক্ষা প্রদান এবং চিকিৎসা পরিষেবা দুর্নীতিমুক্ত করতে সরব হয়েছেন সর্বস্তরের মানুষ। সেই আবহে জলপাইগুড়ির এই ঘটনা রাজ্যের সরকারি হাসপাতালগুলির বেহাল নিরাপত্তাব্যবস্থাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মনে করছে চিকিৎসক মহল।

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার জানুন রাশিফল সকাত চৌথ ২০২৫ কখন থেকে পড়ছে? চন্দ্রোদয়ের সময় দেখে নিন ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা, খরচ কত হবে? টিমের জন্য ১০টি শৃঙ্খলা নীতি প্রকাশ করল BCCI, নিয়ম ভাঙলেই শাস্তি দেবে বোর্ড বমি করে প্রযোজকের কমোড ভেঙে ফেলেন স্বস্তিকা! স্মৃতি হাতড়ে বললেন, ‘উত্তেজনায়…’ ‘১৫১ পাতা থেকে পড়া শুরু করলে…’ কুণালের নিশানায় কি ‘তিনি’ই? সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন তৈরি হয় নি ‘দোস্তানা ২’? কী বললেন জুহি? মুক্তি পেতে না পেতেই টিভিতে সম্প্রচার গেম চেঞ্জার! ক্ষুব্ধ প্রযোজক Australian Open 2025: চার ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে মেদভেদেভকে হারালেন লার্নার আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি মুক্তিপণ?

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.