যেকোনও সরকারি চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তবে এই সার্টিফিকেট পেতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয় চাকরি প্রার্থীকে। ছুটে যেতে হয় পুলিশের কাছে। তবে এবার আর এই সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না থানা বা পুলিশ সুপারের অফিসে। এবার একেবারে বাড়িতে বসেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এর ফলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার ঝক্কি কমবে চাকরি প্রার্থীদের। এবার অনলাইনে আবেদন করার পাশাপাশি শংসাপত্র পাওয়া যাবে। আজ শুক্রবার থেকে অনলাইনে এই পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ।
আরও পড়ুন: পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে এবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন
এতদিন শুধুমাত্র কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এলাকার অধীনে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন এবং শংসাপত্র পাওয়ার ব্যবস্থা ছিল। তবে আজ থেকে রাজ্যের প্রতিটি জেলার মানুষ এই সুবিধা পাবেন, সে পুলিশ কমিশনারেট হোক অথবা জেলা পুলিশ, সব জায়গাতেই এই সুবিধা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মূলত চাকরিতে নিয়োগের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীর বা চাকরি প্রার্থীর অপরাধের কোন পূর্ব ইতিহাস রয়েছে কিনা তা জানার জন্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়ে থাকে নিয়োগকারী সংস্থা। সে ক্ষেত্রে এতদিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে স্থানীয় থানা বা পুলিশ সুপারের কাছে অফিসে গিয়ে আবেদন করতে হত। তারপর ট্রেজারিতে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে টাকা জমা দিতে হত। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য হাজিরাও দিতে হত পুলিশ সুপারের অফিসের সংশ্লিষ্ট দফতরে। তারপর পাওয়া যেত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তবে এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে অনেক সময় হয়রানির মুখে পড়তে হত চাকরিপ্রার্থীদের। কিন্তু, এই নতুন প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করা যাবে। এছাড়া অনলাইনে পেমেন্ট করার ব্যবস্থা আছে। ফলে আবেদনকারীদের ঝক্কি অনেকটাই কমবে।
কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে শংসাপত্র পাওয়া যাবে? সেবিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে পুলিশের তরফে। এর জন্য pcc.wb.gov.in ওয়েবসাইট খুলতে হবে। সেখানে লগইন করার জন্য মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দিলেই তাতে ৪ সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলেই সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তাতে নতুন আবেদন, সমস্ত আবেদন, পেমেন্ট অথবা সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা সে সমস্ত তথ্য পাওয়া যাবে। এরজন্য মোবাইল অ্যাপও আনা হয়েছে। সিআইডি এবং তথ্য প্রযুক্তি দফতর যৌথভাবে এই অ্যাপ এনেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।