বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মনে পড়ে গাইসালের কথা! ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিয়েছে সেই ভয়াবহ স্মৃতি

মনে পড়ে গাইসালের কথা! ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিয়েছে সেই ভয়াবহ স্মৃতি

গাইসালের সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি মনে পড়ে যাচ্ছে অনেকের

সেদিন একের পর এক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহের ছবি দেখে শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ।

১৯৯৯ সালের ২রা অগস্ট।  উত্তর দিনাজপুরের গাইসালের ভয়াবহ রেল দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেদিন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল অবোধ- অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের। সেদিন একের পর এক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহের ছবি দেখে শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ। অনেকেরই ঘুমের মধ্যে ফিরে ফিরে আসত সেই ভয়াবহ ছবি। রেললাইনের ধারে শুইয়ে রাখা সেই সাদা কাপড়ে মোড়া সারি সারি লাশ। আর ময়নাগুড়ির রেল দুর্ঘটনা ফের উসকে দিয়েছে গাইসালের ভয়াবহ স্মৃতি। 

 ময়নাগুড়ির ছবি দেখে দীর্ঘ দু দশক আগের সেই  গাইসালের রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে অনেকের। স্থানীয় বাসিন্দা নরেন দাস বলেন, সেদিন সকালে এসে দেখেছিলাম বহু মানুষ রেললাইনের ধারে পড়ে রয়েছেন। একের পর এক মানুষের মৃত্যু। গাইসালের ঘটনা প্রায় ভুলতে বসেছিলাম। কিন্তু সেই কথা আবার মনে পড়ে গেল।গাইসালের পঞ্চায়েত প্রধান সাব্বির আহমে বলেন, গাইসালেও ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। টিভিতে ময়নাগুড়ির দুর্ঘটনার কথা দেখে সেই গাইসালের কথা মনে পড়ে গেল। তখনও পঞ্চায়েতের সদস্য ছিলাম। এখন আমি গাইসাল পঞ্চায়েতের প্রধান। সেদিন সারারাত ঘুমোতে পারিনি। সেই ভয়াবহ দৃশ্য খুব মনে পড়ে যাচ্ছিল। কালও ঘুমোতে পারিনি। জীবনে ভুলতে পারব না গাইসালের ঘটনা। আমরা সেই সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। একের পর এক লাশ দেখেছিলাম সেদিন। জীবনে যেন এই ঘটনা আর দেখতে না হয়। 

 

বন্ধ করুন