পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে ‘দিদির দূত’ পাঠাচ্ছে তৃণমূল। বিভিন্ন জায়গায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছে দিদির দূতদের। এনিয়ে দলীয় কর্মীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মানুষ যাদের থেকে কাজের আশা করছে তাদের কাছেই ক্ষোভ জানায়।
মূলত জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আওতায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নেতা থেকে শুরু করে মন্ত্রী সাংসদরা। সেখানে অনেকেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন, যার মধ্যে ছোট নেতা থেকে শুরু করে রয়েছে হেভিওয়েট নেতারাও। তাঁকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলির কথা তো জানাবেই। মানুষের ক্ষোভ হল আমাদের কাছে আশীর্বাদ, ভালোবাসা। মানুষের জন্য আমরা কাজ করে যাব।’
এদিন বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ২০২১ সালে জিতেছি। ওদের কোনও সাংসদকে খুঁজে পাওয়া যায় না, ওদের কাউকে এলাকায় দেখতে পাওয়া যায় না। তাই মানুষ ওদের ক্ষোভের কথা জানাবে কীভাবে? আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নত করবো না। তৃণমূলের কাছে মানুষ ক্ষোভ জানাচ্ছে। আমি নিজেই দিদির সুরক্ষা কবচে অংশ নেব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup