বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > টিকিয়াপাড়া ঘটনায় যুক্তদের শাস্তি দেওয়ার অঙ্গীকার পুলিশের, রিটুইট করলেন মমতা

টিকিয়াপাড়া ঘটনায় যুক্তদের শাস্তি দেওয়ার অঙ্গীকার পুলিশের, রিটুইট করলেন মমতা

টিকিয়াপাড়ায় বিপুল সংখ্যক পুলিশ (PTI)

টুইটারে প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।

যেভাবে হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন মান্য করাতে গিয়ে মার খেল রাজ্য পুলিশ, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয় ও প্রায় সবাই প্রশ্ন করেন যে কীভাবে একদল মানুষ আইন নিজের হাতে নেওয়ার সাহস দেখাতে পারেন, যেখানে রীতিমত প্রাণের ভয় ছুটে পালাতে হয় উর্দিধারীদের।

এই ঘটনায় জড়িতদের ছাড়া হবে না বলে মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। টুইটারে তারা পোস্ট করেন-

রাজ্য পুলিশ জানায় যে টিকিয়াপাড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রাজ্য পুলিশ। আইন ভঙ্গ করা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য পুলিশ। নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই বার্তাটি রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, হাওড়া যেটি ইতিমধ্যেই করোনা ভাইরাসের রেড জোন বলে পরিচিত সেখানেই বাজারে ছিল উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব যাতে মানুষ মানে, সেটি বলতে গিয়েই আক্রান্ত হন পুলিশকর্মীরা। ভাঙচুর হয় গাড়ি, আহত হয় দুই পুলিশকর্মী।

হাওড়ার বেলিলিয়াস রোডে কন্টেনমেন্ট জোনে এই ঘটনা হয়েছে। হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানান যে কয়েকজন মহিলাকে পুলিশ বলেছিল ঘরে ফিরে যেতে। তখনই সেখানে কিছু যুবক জড়ো হয় ও ঝামেলা পাকায়, বলে জানান তিনি।

ভিডিওগুলি থেকে সাফ এদিন ছোড়া হয় ইট ও বোতল। ঘটনায় ২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী ও RAF ঘটনাস্থলে পৌঁছয়।


ঘটনার নিন্দা করেছেন হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ঘটনার নিন্দা করি। প্রশাসনকে যারা সহযোগিতা করতে রাজি নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন মান্য না করে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা হয়েছে। কয়েকদিন আগেই মোরাদাবাদে সেরকম ঘটনায় গুরুতর আহত হন এক ডাক্তার। এবার সেই তালিকায় নাম লেখাল হাওড়া।


বাংলার মুখ খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.