বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Petrol and Diesel Prices in West Bengal: নদিয়া, ঝাড়গ্রাম-সহ ৫ জেলায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কমল দার্জিলিং-সহ ৩ জেলায়

Petrol and Diesel Prices in West Bengal: নদিয়া, ঝাড়গ্রাম-সহ ৫ জেলায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কমল দার্জিলিং-সহ ৩ জেলায়

আজ পশ্চিমবঙ্গের তিন জেলায় কমল পেট্রোল এবং ডিজেলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Petrol and Diesel Prices in West Bengal: আজ (বুধবার) পশ্চিমবঙ্গের তিন জেলায় কমল পেট্রোল এবং ডিজেলের দাম। সেখানে পাঁচটি জেলায় জ্বালানি তেলের দাম বেড়েছে। বাকি জেলাগুলিতে আজ পেট্রোল এবং ডিজেলের দাম কত আছে, তা দেখে নিন -

পশ্চিমবঙ্গের সব জেলায় আজ পেট্রোলের দাম (Petrol Prices in West Bengal on 7th September 2022)

  • আলিপুরদুয়ারে প্রতি লিটারের দাম ১০৬.৮২ টাকা (দাম কমেছে)।
  • বাঁকুড়ায় প্রতি লিটারের দাম ১০৬.৭৩ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • বীরভূমে প্রতি লিটারের দাম ১০৬.৭২ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • কোচবিহারে প্রতি লিটারের দাম ১০৭.২৯ টাকা (দাম বেড়েছে)।
  • দক্ষিণ দিনাজপুরে প্রতি লিটারের দাম ১০৬.৩৬ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • দার্জিলিঙে প্রতি লিটারের দাম ১০৫.৭৩ টাকা (দাম কমেছে)।
  • হুগলিতে প্রতি লিটারের দাম ১০৬.৫৮ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • হাওড়ায় প্রতি লিটারের দাম ১০৬.২২ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • জলপাইগুড়িতে প্রতি লিটারের দাম ১০৫.৮৭ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • ঝাড়গ্রামে প্রতি লিটারের দাম ১০৭ টাকা (দাম বেড়েছে)।
  • কালিম্পঙে প্রতি লিটারের দাম ১০৫.৯৮ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • কলকাতায় প্রতি লিটারের দাম ১০৬.০৩ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • মালদায় প্রতি লিটারের দাম ১০৫.৮১ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • মুর্শিদাবাদে প্রতি লিটারের দাম ১০৭.১২ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • নদিয়ায় প্রতি লিটারের দাম ১০৭.২৫ টাকা (দাম বেড়েছে)।
  • উত্তর ২৪ পরগনায় প্রতি লিটারের দাম ১০৬.০৩ টাকা (দাম কমেছে)।
  • পশ্চিম বর্ধমানে প্রতি লিটারের দাম ১০৬.০৬ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • পশ্চিম মেদিনীপুরে প্রতি লিটারের দাম ১০৬.৫৬ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • পূর্ব বর্ধমানে প্রতি লিটারের দাম ১০৬.৭৪ টাকা (দাম বেড়েছে)।
  • পূর্ব মেদিনীপুরে প্রতি লিটারের দাম ১০৬.১৯ টাকা (দাম বেড়েছে)।
  • পুরুলিয়ায় প্রতি লিটারের দাম ১০৬.৬৫ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • দক্ষিণ ২৪ পরগনায় প্রতি লিটারের দাম ১০৬.৪৩ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • উত্তর দিনাজপুরে প্রতি লিটারের দাম ১০৬.৭৩ টাকা (দাম অপরিবর্তিত আছে)।

পশ্চিমবঙ্গের সব জেলায় আজ ডিজেলের দাম (Diesel Prices in West Bengal on 7th September 2022)

  • আলিপুরদুয়ারে প্রতি লিটারের দাম ৯৩.৪৯ টাকা (দাম কমেছে)।
  • বাঁকুড়ায় প্রতি লিটারের দাম ৯৩.৪২ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • বীরভূমে প্রতি লিটারের দাম ৯৩.৪১ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • কোচবিহারে প্রতি লিটারের দাম ৯৩.৯৩ টাকা (দাম বেড়েছে)।
  • দক্ষিণ দিনাজপুরে প্রতি লিটারের দাম ৯৩.০৭ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • দার্জিলিঙে প্রতি লিটারের দাম ১০৫.৭৩ টাকা (দাম কমেছে)।
  • হুগলিতে প্রতি লিটারের দাম ৯২.৪৮ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • হাওড়ায় প্রতি লিটারের দাম ৯৩.২৮ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • জলপাইগুড়িতে প্রতি লিটারের দাম ৯২.৬১ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • ঝাড়গ্রামে প্রতি লিটারের দাম ৯৩.৬৩ টাকা (দাম বেড়েছে)।
  • কালিম্পঙে প্রতি লিটারের দাম ৯২.৭১ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • কলকাতায় প্রতি লিটারের দাম ৯২.৭৬ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • মালদায় প্রতি লিটারের দাম ৯২.৫৬ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • মুর্শিদাবাদে প্রতি লিটারের দাম ৯৩.৭৭ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • নদিয়ায় প্রতি লিটারের দাম ৯৩.৯ টাকা (দাম বেড়েছে)।
  • উত্তর ২৪ পরগনায় প্রতি লিটারের দাম ৯২.৭৬ টাকা (দাম কমেছে)।
  • পশ্চিম বর্ধমানে প্রতি লিটারের দাম ৯২.৮ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • পশ্চিম মেদিনীপুরে প্রতি লিটারের দাম ৯৩.২২ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • পূর্ব বর্ধমানে প্রতি লিটারের দাম ৯৩.৪৩ টাকা (দাম বেড়েছে)।
  • পূর্ব মেদিনীপুরে প্রতি লিটারের দাম ৯২.৮৮ টাকা (দাম বেড়েছে)।
  • পুরুলিয়ায় প্রতি লিটারের দাম ৯৩.৩৫ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • দক্ষিণ ২৪ পরগনায় প্রতি লিটারের দাম ৯৩.১৪ টাকা (দাম অপরিবর্তিত আছে)।
  • উত্তর দিনাজপুরে প্রতি লিটারের দাম ৯৩.৪১ টাকা (দাম অপরিবর্তিত আছে)।

বন্ধ করুন