বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Petrol Diesel Price slash in Bengal: বাংলার এই জেলায় এক ধাক্কায় প্রায় ১ টাকা সস্তা পেট্রল, জানুন রবিবাসরীয় জ্বালানি রেট
Petrol Diesel Price slash in Bengal: বাংলার এই জেলায় এক ধাক্কায় প্রায় ১ টাকা সস্তা পেট্রল, জানুন রবিবাসরীয় জ্বালানি রেট
Petrol-Diesel Price In Bengal: আজকে, ১১ সেপ্টেম্বর বাংলার বেশ কিছু জেলায় কমেছে জ্বালানি তেলের দাম। তবে আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বেড়েছে পেট্রল, ডিজেলের দর। একনজরে দেখে নিন রবিবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:
1/5রবিবার মুর্শিদাবাদে সর্বোচ্চ ৮৬ পয়সা দাম কমেছে পেট্রলের। এছাড়া নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে আজ পেট্রল-ডিজেলের দাম কমেছে। এদিকে আজ জ্বালানির দাম বেড়েছে বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি এবং পূর্ব বর্ধমানে আজ জ্বালানির দাম বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.৯৪ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৬১ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৭.১৩ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৭৮ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৪৬ এবং ১০৬.১০ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.১৬ এবং ৯২.৮৩ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)
4/5কলকাতাতে আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৩ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ এবং ১০৬.০৩ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ এবং ৯২.৭৬ টাকা করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৭৪ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪২ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৬১ ও ১০৬.৪১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৩৪ এবং ৯৩.০৮ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৫৩ এবং ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯২.২৩ এবং ৯২.৬১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৬৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৩৫ টাকায়।