বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Petrol-Diesel Price in Bengal: বাংলায় সর্বোচ্চ হারে পেট্রল বিকোচ্ছে মুর্শিদাবাদে, জ্বালানির দাম বেড়েছে ৯ জেলায়
Petrol-Diesel Price in Bengal: বাংলায় সর্বোচ্চ হারে পেট্রল বিকোচ্ছে মুর্শিদাবাদে, জ্বালানির দাম বেড়েছে ৯ জেলায়
আজকে, ২২ সেপ্টেম্বর বাংলার বেশ কিছু জেলায় কমে... more
আজকে, ২২ সেপ্টেম্বর বাংলার বেশ কিছু জেলায় কমেছে জ্বালানি তেলের দাম। তবে আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বেড়েছে পেট্রল, ডিজেলের দর। একনজরে দেখে নিন বৃহস্পতিবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:
1/5আজ বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুরে জ্বালানির দাম বেড়েছে। এদিকে মুর্শিদাবাদে আজকে পেট্রলের দাম কমলেও বাংলায় সর্বোচ্চ হারে জ্বালানি বিক্রি হচ্ছে এই জেলাতেই। মুর্শিদাবাদ ছাড়া আজ জ্বালানির দাম কমেছে – কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, মালদা, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায়। পুরুলিয়ায় আজ সর্বোচ্চ ১.০২ টাকা দাম কমেছে পেট্রলের। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Shaurya Yadav)
2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.৭১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৪০ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৭.৭৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৬ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৪ এবং ১০৬.৩২ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.২৪ এবং ৯৩.০৩ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Shaurya Yadav)
4/5কলকাতাতে আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.৩৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৪৪ এবং ১০৬.০৩ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯৩.১৪ এবং ৯২.৭৭ টাকা করে। (Shaurya Yadav)
5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৬৫ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.১৭ ও ১০৬.৫০ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৮৬ এবং ৯৩.১৬ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৬১ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.৩১ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৫৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Shaurya Yadav)