বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে সল্টলেকে আজ বিশেষ শুনানি NHRC-র

ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে সল্টলেকে আজ বিশেষ শুনানি NHRC-র

'ভোট-পরবর্তী হিংসার' তদন্ত, ফাইল ছবি, সৌজন্য এএনআই

ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে সোমবার সল্টলেকে বিশেষ শুনানি বসাতে চলেছে জাতীয় মানবাধিকার কমিশন।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে সোমবার বিশেষ শুনানি বসাতে চলেছে জাতীয় মানবাধিকার কমিশন। সল্টলেকের সেক্টর ৫-এ অবস্থিত সিআরপিএফ-এর স্টাফ মেসে এই শুনানি হবে বলে জানিয়েছে কমিশন। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাজীব জৈন এই শুনানিতে উপস্থিত থাকবেন। অভিযোগকারীরা সরাসরি তাঁকেই অভিযোগ জানাতে পারবেন।

এদিকে যে সমস্ত এলাকার মানুষজন সল্টলেকে এসে অভিযোগ জানাতে পারবেন না তাঁদের জন্য একটি ইমেল ও দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। অভিযোগকারীরা নিজেদের যাবতীয় তথ্য নথি সহযোগে অনলাইনেই অভিযোগ দায়ের করতে পারবেন। ফেন নম্বর - ৮৮২৬৭০৫৯০৬, ৮৭৯৯৭১২২৫৯। ইমেল আইডি - nhrcwrit142@gmail.com।অনলাইনে অভিযোগ জানানো হলেও, অভিযোগকারীদের বিচার প্রদান করার বিষয়ে আশ্বাস বার্তা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে।

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সেই সংক্রান্ত তথ্য জানতে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মোট ২৪ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে আটজনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তৈরি করবে। বাকি ১৬ জন দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বাকি জেলায় পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবেন।

সূত্রের খবর, ভোট ও তার পরবর্তী হিংসা নিয়ে কতগুলি অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও আর কতজন ঘরছাড়া রয়েছে সেই সব পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে এসেছেন তাঁরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই কমিশনের প্রতিনিধিরা ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন। মৃতদের ময়নাতদন্তের যাবতীয় নথি খতিয়ে দেখতে শুরু করেছেন কমিশনের সদস্যরা। এদিকে সরাসরি অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ করতে আজ বিশেষ শুনানি করা হচ্ছে কমিশনের তরফে।

 

বাংলার মুখ খবর

Latest News

সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে? এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.