উলুবেড়িয়া মহকুমা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা। তারই তোরণে জ্বলজ্বল করছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। সঙ্গে অবশ্য় বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিও রয়েছে। কিন্তু ক্রীড়া প্রতিযোগিতায় কেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি? সেটা কিছুতেই বুঝতে পারছেন না অনেকে। সেটাও আবার হাওড়ার উদয়নারায়ণপুরে।
হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি মাঠে ৪২তম উলুবেড়িয়া মহকুমা প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর তারই তোরণে রয়েছে অভিষেকের ছবি।
এখানেই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে উদয়নারায়ণপুরের ক্রীড়া প্রতিযোগিতার তোরণে তাঁর ছবি কেন? সরকারি অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর ছবি থাকতেই পারে। স্থানীয় বিধায়ক সমীর পাঁজার ছবিও রয়েছে। কিন্তু সেখানে অভিষেকের ছবি কেন?
তৃণমূল নেতৃত্বের দাবি অভিষেক একজন ক্রীড়ামোদী সাংসদ। সেকারণেই তাঁর ছবি। তবে বিজেপির দাবি, অভিষেক তো ডায়মণ্ডহারবারের সাংসদ। তাঁর ছবি উদয়নারায়ণপুরের ক্রীড়া প্রতিযোগিতায় কেন?
এদিকে এই ছবি দেখে মুচকি হাসছেন অনেকে। তবে কি দলের সব পক্ষকে তুষ্ট করার জন্যই এই ছবি দেওয়া হল?
এদিকে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সদুত্তর নেই তাঁদের কাছেও। কেউ বলছেন অভিষেক ক্রীড়ামোদী সাংসদ। কেউ বলছেন ডায়মন্ডহারবারের সাংসদ। কিন্তু বাসিন্দাদের অনেকেরই প্রশ্ন শাসকদলে তো ক্রীড়ামোদী একাধিক সাংসদ রয়েছেন। তাঁদের ছবি নেই কেন? কেন কেবলমাত্র অভিষেককেই ক্রীড়ামোদী হিসাবে উল্লেখ করা হচ্ছে?