বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পিসি না থাকলে তো ৫ হাজার টাকার চাকরিও জুটত না, ভাইপোকে খোঁচা সুকান্তর

পিসি না থাকলে তো ৫ হাজার টাকার চাকরিও জুটত না, ভাইপোকে খোঁচা সুকান্তর

সুকান্ত মজুমদার

তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে তৃণমূল বলে কিছু নেই। পুলিশ আছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ফলে আমাদের তাদের বিরুদ্ধেই লড়তে হবে।

আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে গিয়ে আদিবাসী পরিবারের দাওয়ায় মধ্যাহ্নভোজ সারলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমজার। এদিন গোপীবল্লভপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের মায়ের সঙ্গেও দেখা করেন তিনি।

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় শত্রুঘ্ন মুদির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। পাতে ছিল ডাল ভাত আলু পোস্ত সব্জি ও মাছ। হাতে তৈরি শালপাতার থালায় আদিবাসীদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাত সহ অন্যান্য নেতারা।

তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে তৃণমূল বলে কিছু নেই। পুলিশ আছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ফলে আমাদের তাদের বিরুদ্ধেই লড়তে হবে।

সঙ্গে তিনি বলেন, যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত মারামারি খুনোখুনি বাড়বে। পঞ্চায়েত হল তৃণমূলের লুঠের সার্টিফিকেট। পুলিশ দিয়ে কী করে জিততে হয় তার প্ল্যান করছে তৃণমূল কংগ্রেস।

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস তো পরিবারের বাইরে বেরোতেই পারল না। তৃণমূল কংগ্রেসের লড়াইটা চলছে ভাইপো প্রতিষ্ঠা দিবস পালন করতে। সে আবার অমিত শাহকে নিয়ে কথা বলছে। অনেকে বলেন, পিসি না থাকলে ৫ হাজার টাকার চাকরিও জুটত না।

 

বন্ধ করুন