রথের জন্য পুরীতে যাবেন? নাকি উলটো রথে ওড়িশা বা পুরী যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর আছে। কারণ রথযাত্রা এবং উলটো রথে পুরীতে যাওয়ার জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে চারটি স্পেশাল ট্রেন চালানো হবে। সরাসরি পুরীতে না গেলেও ওই ট্রেন পুরীর কাছাকাছি যাবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রথের আগে শিয়ালদা থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে। অপর ট্রেনটি ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে। একইভাবে উলটো রথের সময় শিয়ালদা এবং মালদা টাউন থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। ওই দুটি স্পেশাল ট্রেনের মাধ্যমে বাড়তি ৮,৩০০ জন যাত্রীকে পরিষেবা দেওয়া যাবে। ইতিমধ্যে অনলাইনে এবং রেলের কাউন্টার থেকে ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া শুরু হয়েছে।
০৩১০১ শিয়ালদা-খুরদা রোড স্পেশাল ট্রেনের সময়সূচি
আগামী ৬ জুলাই (ইংরেজি মতে শনিবার) রাত ১২ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে রথযাত্রা স্পেশাল ট্রেন ছাড়বে। যা শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে খুরদা রোড স্টেশনে পৌঁছাবে। ১৩ জুলাইও (ইংরেজি মতে) একই সময় শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। আর একই সময় পৌঁছাবে খুরদা রোডে।
০৩১০২ খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ট্রেনের সময়সূচি
পূর্ব রেলের তরফে জানান হয়েছে, ৬ জুলাই এবং ১৩ জুলাই বিকেল ৪ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা রাত দুটোয় শিয়ালদায় পৌঁছাবে। অর্থাৎ অনায়াসে রবিবার দিনটা বাড়িতে রেস্ট নিয়ে অনায়াসে পরদিন অফিসে যেতে পারবেন।
কোন কোন স্টেশনে শিয়ালদা-খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ট্রেন দাঁড়াবে?
যাত্রাপথে প্রান্তিক স্টেশন ছাড়াও আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বরে দাঁড়াবে শিয়ালদা-খুরদা রোড-শিয়ালদা রথযাত্রা স্পেশাল ট্রেন। যে ট্রেনে সবই এসি কামরা হবে।
০৩৪১৯ মালদা টাউন-মালতিপাতপুর স্পেশাল ট্রেনের সময়সূচি
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৪ জুলাই এবং ১১ জুলাই সকাল ৯ টা ৩০ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা রাত ৩ টে ৫৫ মিনিটে মালতিপাতপুর স্টেশনে পৌঁছাবে।
০৩৪২০ মালতিপাতপুর-মালদা টাউন স্পেশাল ট্রেনের সময়সূচি
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৫ জুলাই এবং ১২ জুলাই সকাল ৬ টায় মালতিপাতপুর থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা মালদা টাউনে পৌঁছাবে রাত ১১ টা ৪৫ মিনিটে।
কোন কোন স্টেশনে মালদা টাউন-মালতিপাতপুর-মালদা টাউন স্পেশাল ট্রেন দাঁড়াবে?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথে রামপুরহাট, সাইথিঁয়া, সিউড়ি, অণ্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বরে দাঁড়াবে মালদা টাউন-মালতিপাতপুর-মালদা টাউন স্পেশাল ট্রেন। সেই ট্রেনেরও সব কোচ এসি হবে।