বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌আমাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক’‌, চিৎকার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের

‘‌আমাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক’‌, চিৎকার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা। ছবি সৌজন্য–এএনআই।

বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে।

তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। আর সেই প্রতারণার অভিযোগে তিনি এখন শ্রীঘরে। হ্যাঁ, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা। যিনি এখন স্বেচ্ছামৃত্যু চান। মঙ্গলবার রাখাল বেরাকে কাঁথি আদালতে তোলে পুলিশ। তখনই তিনি বিচারককে দেখে চিৎকার করে বলতে থাকেন, ‘‌আমাকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক।’‌ যদিও তাতে কর্ণপাত করেননি বিচারক।

বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে। এমনকী কলকাতার মানিকতলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। জেলাতেও একই প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর কলকাতার ফ্ল্যাটের দেখভাল করতেন তিনি বলে সূত্রের খবর। এছাড়া বড়বাজারে তাঁর ব্যবসাও রয়েছে।

এদিন আদালত কক্ষে চিৎকার করে রাখাল বেরা ওই আবেদন করলেও লিখিতভাবে তা জানাননি। তাই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি আদালত। এই বিষয়ে রাখালের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘‌এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয়। তবে রাখালকে যেভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাতে সেই চাপ সহ্য করতে না পেরে তিনি এমন কথা বলেছেন।’‌

উল্লেখ্য, কাঁথি থানায় রাখালের নামে জামিনঅযোগ্য ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। সেই মামলাই আদালতে দায়ের হয়েছে। এদিনের শুনানিতে চারদিনের পুলিশ হেফাজত হয়েছে। তার উপর চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার দুটি মামলা চলছে। তবে রাখালের এমন দাবিতে ঘটনায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আাদালতে।

বাংলার মুখ খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.