বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আবাস যোজনার সমীক্ষায় রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল, সরেজমিনে খতিয়ে দেখবে অগ্রগতি

আবাস যোজনার সমীক্ষায় রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল, সরেজমিনে খতিয়ে দেখবে অগ্রগতি

তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

এদিন দুপুরে জেলা শাসকের দফতরে পৌঁছে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। প্রকল্পের অগ্রগতি বোঝার চেষ্টা করেন তাঁরা। এর পর তাদের আসেপাশের এলাকায় প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি দেখতে রাজ্যে পৌঁছল ৬ সদস্যের কেন্দ্রীয় দল। গ্রামোন্নয়ন মন্ত্রকের পাঠানো এই দলের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রকের অধিকর্তা শৈলেশ কুমার। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের দফতরে পৌঁছয় ৩ সদস্যের একটি দল। অপর একটি জল আজই মালদা পৌঁছনোর কথা।

এদিন দুপুরে জেলা শাসকের দফতরে পৌঁছে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। প্রকল্পের অগ্রগতি বোঝার চেষ্টা করেন তাঁরা। এর পর তাদের আসেপাশের এলাকায় প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে।

ওদিকে এদিন কেন্দ্রীয় দলকে অভিযোগ জানাতে জেলাশাসকের দফতরে হাজির হন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন শিহি। তিনি বলেন, জেলায় ১৫ শতাংশ গ্রামসভার বৈঠক হয়েছে। বাকি সব জায়গায় জোর করে সই করানো হয়েছে। তাঁর অভিযোগ, জেলার ১৫টি ব্লকে অন্তত ১৭০০ জন এমন ঘর প্রাপক রয়েছেন যাদের পাকা বাড়ি রয়েছে। আবার ২৩০০ মানুষ, যাদের পাকা ঘর নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

বুধবারই নবান্নকে চিঠি দিয়ে জানানো হয়, আবাস যোজনার কাজের সমীক্ষায় চলতি সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। কেন্দ্রের তরফে তাদের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়।

 

 

বন্ধ করুন