বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌শিলিগুড়িতে পুলিশকর্মীর রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‌শিলিগুড়িতে পুলিশকর্মীর রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শিলিগুড়িতে পুলিশকর্মীর রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ: ছবি (‌স্ক্রিন শর্ট)‌

পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্যের দানা বেঁধেছে শিলিগুড়িতে। বুধবার শিলিগুড়ি মহকুমা অন্তর্গত বিধাননগর এলাকা থেকে রহস্যজনকভাবে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মীর নাম নাজিমুল হাসান (‌৩৫)‌। তিনি হেমতাবাদের কাশিমপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রায়গঞ্জের কসবায় পুলিশের আইবি পদে কর্মরত ছিলেন নাজিমুল। এদিকে মৃতের দাদা সাকিল হাসান জানান, ভাই আত্মহত্যা করেছে এটা বিশ্বাস করতে পারছি না। এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে দার্জিলিং জোলার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। 

জানা গিয়েছে, গত সোমবার বিধাননগরে এক বন্ধুর বাড়িতে বাইকের কাগজপত্র তুলতে যান তিনি। পর দিন মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় রহস্যজনকভাবে ওই এলাকায় তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বিধাননগর তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে কি কারণে ওই পুলিশকর্মী আত্মঘাতী হলেন, না এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা তদন্ত করে দেখছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

বন্ধ করুন