বাসন্তীকে মাঠ থেকে কিশোরীর পচন ধরা বিবস্ত্র দেহ উদ্ধারে এলাকারই ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। সোমবার কিশোরীর দেহ উদ্ধারের পর মা জানিয়েছিলেন, বুদ্ধদেবের সঙ্গেই শেষবার কথা বলতে দেখা গিয়েছিল মেয়েকে। ধৃতদের মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করেছে পুলিশ।
সোমবার বাসন্তী থানা এলাকার উত্তর চুনাখালিতে চাষের জমিতে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় কিশোরীর বিবস্ত্র দেহ। ১০ দিন ধরে কিশোরীর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। সোমবার বাড়ির অদূরে এক জলাজমিতে কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি।
পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। খুন করেছে এলাকারই বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্য নামে এক যুবক। গত ১০ জানুয়ারি কিশোরী নিখোঁজ হওয়ার আগে শেষবার এই বুদ্ধেদেবর সঙ্গেই দেখা গিয়েছিল তাকে। স্থানীয়দের দাবি, ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে কিশোরীকে।