বন্ধ হচ্ছে না ছেলে ধরা গুজব। যার ফলে গত কয়েকদিন ধরেই ছেলে ধরা সন্দেহে আক্রান্ত হচ্ছেন নিরীহ মানুষজন। আর উত্তর ২৪ পরগনা জেলাতেই এই ধরনের ঘটনা বেশি ঘটছে। আবারও উত্তর ২৪ পরগনায় ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল। জেলার পেট্রাপোল থানার নরহরিপুর হরি মন্দির এলাকায় এক ভবঘুরেকে এই সন্দেহে বেধড়ক মারধর করার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।
আরও পড়ুন: ছেলেধরা গুজব অব্যাহত, এবার শিশু চোর সন্দেহে মারধর বনগাঁয়, আশঙ্কাজনক যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এক ভবঘুরেকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তখন যুবককে ডেকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু, তার কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে যায়। এরপরেই আরও অনেক লোকজন জড়ো হয় সেখানে। তারা ছেলে ধরা গুজবে যুবককে মারধর করেন। এই খবর পেয়ে সেখানে পৌঁছয় পেট্রাপোল থানার পুলিশ। তারা আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে বহু মানুষকে মারধর করা হয়েছে। দিন দুয়েক আগেই দত্তপুকুর লোকালে এক মহিলাকে ছেলে ধরা বলে সন্দেহ করে মারধর করেন যাত্রীদের একাংশ। তাদের অভিযোগ ছিল মহিলা ব্যাগে করে এক শিশুকে নিয়ে যাচ্ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। রেল অবরোধ করে বিক্ষোভ পর্যন্ত করেন যাত্রীরা। পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। পরে জানা যায়, আসলে ওই বাচ্চাটি মহিলার নিজের।
এর আগেও বারাসতে ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতে। তার কয়েকদিন পরেই খড়দায় একইভাবে ছেলেধরা সন্দেহে যুবককে মারধর করা হয়। আর তারপর বনগাঁয় একই ঘটনা ঘটে। প্রসঙ্গত, ছেলেধরা গুজব রুখতে নিয়মিত প্রচার চালাচ্ছে পুলিশ। অথচ উত্তর ২৪ পরগনাতেই গত কয়েকদিন ধরে বারবার এই ঘটনা ঘটছে। যার ফলে গণপিটুনির শিকার হচ্ছেন নিরীহ মানুষজন। বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে পথচারীদের নিরাপত্তা নিয়ে। একইসঙ্গে, পুলিশের ব্যর্থতা নিয়েও উঠছে প্রশ্ন।