ইছাপুরে বৃদ্ধাকে খুনের দু'দিনের মধ্যে কিনারা করল পুলিশ। এই ঘটনার খুনের অভিযোগে নোয়াপাড়া থানার পুলিশ এক ভিখারিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম অঞ্জন চৌধুরী। গত রবিবার গলার নলি কেটে খুন করা হয়েছিল ইছাপুরের একাকী ওই বৃদ্ধাকে। এই ঘটনার তদন্ত নেমে মঙ্গলবার গারুলিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ।
পুলিশি জেরার মুখে পড়ে ওই ভিখারি বৃদ্ধাকে খুনের কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অঞ্জন চৌধুরী নামে ওই ভিখারি একসময় ছিনতাই করে বেড়াত। ছিনতাই করতে গিয়েই দুর্ঘটনায় তার একটি পা হারিয়ে যায়। ইছাপুরের ওই বৃদ্ধা শিক্তা চট্টোপাধ্যায় দুঃস্থ মানুষদের আর্থিক সাহায্য করে সমাজসেবামূলক কাজ করে বেড়াতেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল অঞ্জনের। দুর্ঘটনাগ্রস্ত ওই ভিখারিকে নকল পা লাগানোর জন্য তাকে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধা।
জানা যাচ্ছে, রবিবার সেই টাকা চাওয়ার জন্য বৃদ্ধার বাড়ি গিয়েছিলেন ওই ভিখারি। তা নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। এরপরে ওই দুষ্কৃতী প্রথমে বৃদ্ধার শাড়ির আঁচল গলায় জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে তা নিশ্চিত করতে ফল কাটার ছুরি দিয়ে গলার নলি কেটে চম্পট দেয়। এরপরে স্থানীয়রা তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধৃতকে আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।